Kolkata: `উনি বসে আছেন দিদি কখন প্রধানমন্ত্রী হবেন`, Dilip-এর নিশানায় সাংসদ Dev
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে খোঁচা।
নিজস্ব প্রতিবেদন: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, "সাতবছর হয়ে গেছে এতদিন যাননি কেন? উনি এখন বসে আছেন দিদি কখন প্রধানমন্ত্রী হবেন, তারপর ঘাটাল মাস্টার প্ল্যান হবে।"
আগামী মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে রাজ্য। রাজ্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সেচ মন্ত্রী-সহ ৮ জন। সূত্রের খবর, ঘাটাল মাস্টারপ্ল্যান ছাড়াও সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যান নিয়েও আলোচনা হবে। এই বৈঠককেই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে নিশানা করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল ১০ বছর ক্ষমতায় আছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন কিছু ভাবেননি? ওখানে পঞ্চাশ শতাংশ টাকা রাজ্যেকে দিতে হবে। সেটা দিতে উনি রাজি নন। মোদী করে দেবেন আর দিদি নাম কামাবেন? এটা চলতে পারে না।"
আরও পড়ুন: BJP: স্কুল, কলেজ, লোকাল ট্রেন বন্ধ, আগে স্বাভাবিক হোক তার পর ভোট: Dilip
আরও পড়ুন: Park Circus: চিকিৎসা করাতে এসে রহস্যমৃত্যু! হোটেলে মিলল বাংলাদেশি নাগরিকের দেহ
ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের গিয়ে মাস্টার প্ল্যান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দেন কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে। এমনকী, সুন্দরবন, দিঘা মাস্টার প্ল্যানের নিয়েও আলোচনা করার নির্দেশ দেন তিনি। এরপরই কেন্দ্রের কাছে সময় চান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার আলোচনার জন্য কেন্দ্রের তরফে সময় দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের সাংসদ-মন্ত্রীদের নিয়ে দিল্লিতে দরবার করতে। সূত্রের খবর, সেজন্য মঙ্গলবারের বৈঠকে থাকবেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব ও শুখেন্দু শেখর রায়।