নিজস্ব প্রতিবেদন: দোলের দিন খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয়রা। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ বিক্ষোভ আছড়ে পড়ে ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুকদেব চক্রবর্তীর বাড়িতে। বালিগঞ্জের দেওদার স্ট্রিটে কাউন্সিলের বাড়িতে ঢুকে পোস্টবাক্স ও ফুলের টব ভাঙচুর করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে বালিগঞ্জ থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কলকাতার অন্যতম অভিজাত এলাকা বালিগঞ্জের ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুকদেরবাবুর বিরুদ্ধে অভিয়োগ, এলাকায় দেখা যায় না তাঁকে। ওয়ার্ডের বিস্তীর্ণ অংশে জলের সমস্যা থাকলেও সমাধানে উদ্যোগী নন তিনি। জলের দাবিতে জানুয়ারি মাসে একবার পথ অবরোধও করেছিলেন স্থানীয়রা। তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। কখনো জল মেলেই না। কখনো জল এলেও তাতে মিশে থাকে নর্দমার নোংরা জল। এমনটাই বলছেন এলাকার মহিলারা।


স্থানীয়রা জানিয়েছেন, গত ২ দিন ধরে এলাকায় গঙ্গার জল সরবরাহ বন্ধ। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। বৃহস্পতিবার দোল খেলে স্নান করতে সমস্যা পড়তে হয় অনেককে। দোল খেলা শেষ হতেই সেই ক্ষোভ আছড়ে পড়ে কাউন্সিলরের বাড়িতে। 


'ভারত মাতা কি জয়' আমার গর্বের স্লোগান, দোল খেলতে খেলতে বললেন সব্যসাচী দত্ত


অভিযোগ, কাউন্সিলেরের বাড়িতে হামলা চালান স্থানীয়রা। ভাঙা হয় পোস্টবাক্স ও ফুলের টব। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ এই ঘটনার পর বালিগঞ্জ থানায় খবর দেন শুকদেববাবু।


কাউন্সিলরের দাবি, ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। তবে স্থানীয়দের একাংশের মতে অকর্মণ্য কাউন্সিলরের ঘুম ভাঙাতেই এদিন তাঁর বাড়িতে বিক্ষোভ দেখান এলাকার যুবকরা। পুলিস তদন্ত করছে।