ওয়েব ডেস্ক: আগামিকাল কলকাতায় ভোট। শহরে প্রথম দফার ভোটপর্ব নির্বিঘ্ন রাখতে সবরকম ব্যবস্থা নিয়েছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিস গোটা শহর মুড়ে ফেলে নিরাপত্তার ঘেরাটোপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতায় ৭ কেন্দ্রে  ভোট
নিরাপত্তার ঘেরাটোপে শহর


রাজ্যে চতুর্থ দফা ভোট। কিন্তু কলকাতার প্রথম দফা। আর সেই ভোটপর্ব নির্বিঘ্ন রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে কমিশন।


কলকাতার ভোট
-----------
৭ বিধানসভা কেন্দ্রে ভোট
বুথের সংখ্যা ১৮৫৯
স্পর্শকাতর বুথ ২৮৮



বুথের ভেতর কড়া নজরদারির ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।



কমিশনের নজরদারি
-------------
ওয়েবকাস্টিং হবে ১৪০ বুথে
সিসিটিভি থাকছে ১৪৬ বুথে
ভিডিওগ্রাফি ইউনিট থাকছে ১৪৬ বুথে



নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা
-------------------
নজরদারিতে থাকছে কেন্দ্রীয় বাহিনীর ৬৭টি মোবাইল সেক্টর।
কলকাতার পথঘাট চিনিয়ে দিতে প্রত্যেক টিমে থাকছেন একজন পুলিসকর্মী।
 তৈরি কেন্দ্রীয় বাহিনীর ৫৬টি রিঅ্যাকশন টিম, এবং ২৯টি কুইক রেসপন্স টিম।
তৈরি রাখা হচ্ছে কলকাতা পুলিসের ৩০ টি HRFS টিম।
কলকাতা পুলিসের ৪৫টি রিজার্ভ টিমও তৈরি।
শহরের ৬৩টি জায়গায় থাকছে পুলিস পিকেটিং।


বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার রাজপথে বাহাত্তরটি জায়গায় তল্লাশি হয়েছে।  এই চেকিংয়ের দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিসের আটান্নটি মোবাইল দল বাইকে করে রাতে শহরে টহলদারির দায়িত্বে রয়েছে।