ওয়েব ডেস্ক:  মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হল অভিনেত্রী কোয়েল মল্লিকের বাড়িতে। জৌলুস, আকর্ষণ, আভিজাত্য- ঝাঁ চকচক আধুনিকতার সঙ্গেও  মল্লিকবাড়ির পুজোয় কোথাও যেন রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে প্রথা আর চলে আসা পুরনো রীতি।  পরিবারের প্রত্যেকটি সদস্য তো বটেই, এই পুজো দেখতে ভিড় জমান অভিনেতার প্রতিবেশী, বন্ধুবান্ধব, অন্যান্য দর্শনার্থীরাও। থাকে পুজো শেষে পেটপুজোর আয়োজনও।


 মহাষ্টমী পুণ্যতিথিতে  মল্লিকবাড়িতে পা রাখলেই চোখ টানবে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে হলুদ ঢাকাইয়ে আজ কোয়েল যেন ঘরের মেয়ে উমা। প্রথা মেনেই আজ সকাল থেকেই কুমারী পুজো হচ্ছে মল্লিকবাড়িতে।  ঢাকের বাদ্যি, স্তোত্রপাঠের পাশাপাশিই আজ মল্লিকবাড়িতে চলছে দেদার আড্ডা। সঙ্গে মজলিশ, পেটপুজো তো চলছেই। এককথায় এবারও জমে উঠেছে মল্লিকবাড়ির পুজো।