নিজস্ব প্রতিবেদন: মহালয়ার সকালে দুই পুজোর দুই ছকভাঙা উদ্যোগ।  বেহালার বড়বাগানে দেবীর চোখে তুলির টান দিলেন রূপান্তরকামীরা।  আর  কুমোরটুলি সর্বজনীনে মরনোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন ১২ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন- ‘তিনি আছেন এবং সর্বত্রই আছেন’


সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। কিন্তু সমাজের রীতি-নীতি-অনুষ্ঠানে আজও কোণঠাসা তৃতীয় লিঙ্গ। সমাজের  ধ্যানধারণার বেড়া ডিঙিয়ে এবারের পুজোয় সামিল হোক সক্কলে- বার্তা বেহালার বড়বাগান কালচারাল অ্যাসোসিয়েশনের। মহালয়ার সকালে পুজোর উদ্বোধনে সামিল হলেন রূপান্তরকামীরা। চোখ আঁকলেন কৃষ্ণনগর উইমেনস কলেজের অধ্যক্ষা মানবী।



আরও পড়ুন- পুজো মানে শুধু ধর্ম নয়, পুজো মানে উত্সব: মমতা


একদিকে দেবীর চক্ষুদানে সামিল রূপান্তরকামীরা। আর  এক দিকে মহালয়ার বিশেষ দিনে মরনোত্তর চক্ষুদানের অঙ্গীকার। কুমোরটুলি সর্বজনীনের সমাজসেবার আদর্শকে সামনে রেখে চক্ষুদানের শপথ নিলেন ১২ জন মহিলা। দেবীপক্ষের সকালে শপথ নিলেন, অন্ধকার চোখে আলো ফোঁটাবেন।