প্রবীর চক্রবর্তী: টাকা নিয়ে স্কুল-সহ একাধিক বিভাগে নিয়োগের অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি বাম আমলে সুপারিশে চাকরি হতো, কোথাও চিরকুটে নিয়োগ পত্র পাওয়া যেত। এনিয়ে শনিবার হাটে হাঁড়ি ভেঙেছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা ও বর্তমান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সাফ জানিয়েছেন বাম আমলে চাকরির কোটা থাকতো। এবার সেই একইভাবে গড়বেতার একসময়ের প্রভাবশালী সিপিএম নেতা সুশান্ত ঘোষকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উদয়নকে 'পাগল' বলেছিলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে আজ একেবারে অন্য কথা ফিরহাদের মুখে


তৃণমূলের তরফে বারবারই বলা হচ্ছে, সিপিএম নেতাদের পরিবারের লোকজনের চাকরি হয়েছে সুপারিশে। তা নাহলে সিপিএম নেতাদের এত আত্মীয় চাকরি পান কীকরে। সোমবার এক ফেসবুক পোস্টে সিপিএম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন কুণাল ঘোষ। ওই পোস্টে তিনি লিখেছেন, সিপিএম সূত্রেই আসা এইসব তথ্যের সূত্র ধরে কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে তদন্ত হোক।


ওইসব অভিযোগ নিয়ে কুণালের দাবি