নিজস্ব প্রতিবেদন : "বৃহত্ ষড়যন্ত্রের অংশ শোভন চ্যাটার্জি। সব চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কেন তাঁকে গ্রেফতার করা হবে না? অবিলম্বে শোভন চ্যাটার্জির গ্রেফতারি চাই।" এদিন সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কুণাল ঘোষ। চিটফান্ড মামলায় কাঠগড়ায় তুললেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। একের পর এক বোমা দাগলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কুণাল ঘোষ বলেন, "আইকোরের হয়ে সওয়াল করেছেন শোভন চ্যাটার্জি। আইকোরের প্রোমোটার ছিলেন উনি। সারদায় ১ কোটি টাকা পেয়েছেন কে? বাঁচার স্বার্থেই বিজেপিতে গিয়েছেন মুকুল রায়, শোভন চ্যাটার্জি ও শুভেন্দু অধিকারীরা। রাজীব কুমারের জন্যই মুকুল রায়, শোভন চ্যাটার্জিরা ছাড়া পেয়ে গিয়েছেন। আর এরাই দিদিকে ভুল বুঝিয়ে গিয়েছেন। আসল ঘটনা জানতে দেনননি। আর এখন মানসিক আঘাত করছেন।"


তীব্র কটাক্ষে এদিন শোভন চ্যাটার্জিকে বিঁধলেন কুণাল ঘোষ। বলেন,"গতকাল সভায় শোভন চ্যাটার্জি তৃণমূল ছাড়লেন কেন বললেন। বৈশাখী কত ভালো বলেছেন। কিন্তু বিজেপিতে কেন এলেন? তা বলতে পারেননি! বিজেপির কাছেও আমার প্রশ্ন, বিজেপি-ই বা এদের নিচ্ছে কেন? এতটাই কি খারাপ অবস্থা আপনাদের দলের? যে নেতৃত্ব দেওয়ার মত আপনাদের দলে কেউ নেই?"


আরও পড়ুন, 'রাজনীতি নয়, চাই সহযোগিতা', কৃষি আইন পর্যালোচনায় কমিটি গঠন সুপ্রিম কোর্টের