নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দিনেও শিলংয়ে ম্যারাথন প্রশ্নোত্তর চলল রাজীব কুমার ও সিবিআইয়ের। এদিনও কুণাল ঘোষ ও রাজীব কুমারকে মুখোমুখি বসিয়ে নানা প্রশ্ন করেন তদন্তকারীরা। সন্ধ্যায় কলকাতায় ফেরার পথে কুণাল বলেন, এটা আমার নৈতিক জয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকালে শিলংয়ে সিবিআই দফতরে শুরু হয় তৃতীয় দফার প্রশ্নোত্তর পর্ব। রাজীব কুমার ছাড়াও এদিন সিবিআই দফতরে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। সূত্রের খবর, ফের এদিন মুখোমুখি বসানো হয় রাজীব কুমার ও কুণালকে। সেখানে সারদা তদন্ত নিয়ে নানা অভিযোগ সরাসরি কলকাতার পুলিস সুপারকে জানান কুনাল। 


এদিন রোজভ্যালি কাণ্ডেও রাজীব কুমারকে একাধিক প্রশ্ন করেন তদন্তকারী আধিকারিক শোজ়ম শেরপা। তবে তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছে তা জানা যায়নি। দিনের শেষে কলকাতার বিমানে ওঠেন কুণাল। ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, 'সারদা তদন্ত নিয়ে রাজীব কুমারকে আমার অভিযোগগুলো জানাতে পেরেছি। এটা আমার নৈতিক জয়।'


সিবিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও কলকাতার জারি থাকবে রাজীব কুমারের প্রশ্নোত্তর পর্ব।