SSC: বাড়িতে গিয়ে দেখা হল, Kunal-র সঙ্গে কথা হল না Partha-র!
কুণালের SSC মন্তব্যে `অসন্তুষ্ট` পার্থ।
নিজস্ব প্রতিবেদন: দেখা হল, কিন্তু কথা হল না! SSC মন্তব্যের পর পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে কুণাল ঘোষ (Kunal Ghosh)। জি ২৪ ঘণ্টাকে বললেন, 'পার্থদার কেউ মারা গিয়েছে বলে বেরিয়ে যান। আমি ফোনে সমবেদনা জানাই। চলে আসি'।
রাজ্যে শিক্ষক নিয়োগে 'অনিয়ম'। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে CBI তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha)। তাঁকে ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
আরও পড়ুন: অসুস্থ স্ত্রী, সঙ্গে আর্থিক সঙ্কট; বাঁশদ্রোণীতে মরণঝাঁপ বৃদ্ধের
কেন এমন পরিস্থিতি? গতকাল শুক্রবার সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেছিলেন, 'এসব ঘটনা ব্রাত্য বসুর জমানায় ঘটেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। পার্থ চট্টোপাধ্যায়ই যাবতীয় ব্যাখ্যা দিতে পারবেন'। তৃণমূল সূত্রে খবর, কুণালের এই মন্তব্য়ে অসন্তুষ্ট পার্থ চট্টোপাধ্য়ায়। সেকারণেই তাঁকে বাড়িতে পাঠান। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে মিনিট পাঁচেক ছিলেন কুণাল।
এদিন জি ২৪ ঘণ্টাকে ফোনে কুণাল ঘোষ বলেন, 'পার্থদা শুধু সিনিয়ন নেতাই নয়, পরম শ্রদ্ধেয়। মাঝেমধ্যে পার্থদার সঙ্গে কথা হয়, বাড়িতে যাই। বাড়ি যাওয়ার কথা আগেই ছিল। গতকাল বিকেলে কথা হয়। আজকে নির্দিষ্ট সময় অনুযায়ী বাড়িতে যাই'। তাঁর দাবি, 'পার্থদার এক আত্মীয় বিয়োগ ঘটেছে। শোকের পরিবেশ ছিল। ঘনিষ্ট কিছু আত্মীয় ছিলেন। আমি সমবেদনা জানাই, চলে আসি। এর সঙ্গে ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক, অন্য কোনও গন্ধ কিছু নেই'।