Governor oath: বাংলার রাজ্যপাল পদে শপথ লা গণেশনের, রাজভবনে মুখ্যমন্ত্রী
এনডিএ-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পর রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। আপাতত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।
সুতপা সেন: নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন (La. Ganesan)। যতদিন পর্যন্ত স্থায়ী রাজ্য়পাল নিযুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল। রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।
ব্যবধান মাত্র একদিনের। এনডিএ-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। রবিবার দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি।
সেদিনই বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে মণিপুরের রাজ্যপাল লা গণেশন (La. Ganesan) নাম ঘোষণা করা হয়। এদিন কলকাতায় পৌঁছন তিনি। বিমাবন্দরে নয়া রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সুজিত সরকার।
দমদম বিমানবন্দর থেকে সোজা রাজভবনে। সেখানে তখন অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঘড়িতে তখন প্রায় সাতটা। এদিন সন্ধ্য়ায় নয়া রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)-কে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি।