সকাল থেকেই ছিল তোড়জোড়। সন্ধে হতেই বেজে উঠল শাঁখ। লক্ষ্মীপুজোর দিনটা একেবারেই আলাদা টলি সেলেবদের কাছে। রোজকার ব্যাস্ততা নয়, ঘরে বসে মা লক্ষ্মীর আরাধনায় দিনটা কাটান তারকারা। নাড়ু, মোয়া, হরেক রকম ফল, মিষ্টি, ভোগে মহা ধুমধাম করে এই দিন উদযাপন করেন তারকারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মীপুজো মানেই মহা ধুমধাম, দিনভর উত্‍সব। থাকে বিশেষ ভোগের আয়োজন। হরেক রকম নাড়ু, মুড়ি, মুড়কি... আরও কত কী! পুজোর আনন্দের শরিক হতে তাঁর বেহালার বাড়িতে হাজির হয়েছিল চব্বিশ ঘণ্টাও। 



বছরের বাকি দিনগুলি শুটিংয়ে মহাব্যস্ত থাকতে হয়। কিন্তু লক্ষ্মীপুজোয় কোনও কাজ রাখেন না অভিনেত্রী অরুণিমা ঘোষ। আগের রাত থেকে পুজোর প্রস্তুতি, আর পুজোর দিনে সারাক্ষণ হইচই, মজাতেই কেটে যায় সময়।   



টাকা-পয়সা, সোনাদানা নয়, বরং গলায় চাই আরও গান, আরও সুর। মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা শিল্পী হৈমন্তী শুক্লার। হাওড়ার ডুমুরজলায় বোনের বাড়িতে ধনদেবীর আরাধনায় ব্যস্ত তিনি।