সঞ্জয় ভদ্র: পার্ক সার্কাসে গুলিকাণ্ডের জের। কলকাতা পুলিসের সব ইউনিটের কাছে এবার অবসাদগ্রস্ত পুলিসকর্মীদের তালিকা চাইল লালবাজার। ২০ জুনের মধ্যে প্রমাণ-সহ তালিকা জমা দেওয়ার নির্দেশ দিলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত শুক্রবারের ঘটনা। সেদিন পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনে কিয়স্কে ডিউটি করছিলেন কলকাতা পুলিসের কর্মী চৌদুপ লেপচা। ভরদুপুরে আচমকাই কিয়স্ক থেকে রাস্তায় এলোপাথারি গুলি চালাতে শুরু করেন তিনি! গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান হাওড়ার দাশনগরের বাসিন্দা রিমা সিং। কোমরে গুলি লাগে আরও একজনের। এরপর নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে 'আত্মঘাতী' হন অভিযুক্ত পুলিসকর্মীও।


আরও পড়ুন: CBI Quizzes Abhishek's Wife: কয়লাকাণ্ডে টানা জেরা রুজিরাকে, প্রায় ৭ ঘণ্টা পর অভিষেকের বাড়ি ছাড়ল সিবিআই টিম


কেন এই ঘটনা ঘটল? জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সশস্ত্র পুলিসের পঞ্চম ব্যাটেলিয়ন কর্মরত চৌদুপ লেপচা। এমনকী, মার্চ মাসে ৩ দিন হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। অথচ এ বিষয়ে কিছু জানতেন না লালবাজারে কর্তারা! ফলে ছুটি থেকে ফেরার পর 'আমর্স ডিউটি' বা বন্দুক হাতে পাহারার দায়িত্ব দেওয়া হয় ওই পুলিসকর্মীকে।


আরও পড়ুন: Indian Statistical Institute: প্রশ্ন ফাঁস আইএসআই-এর বার্ষিক পরীক্ষার! শুরু হয়েছে তদন্ত


কলকাতা পুলিসে কর্মরত আর কারা মানসিক অবসাদগ্রস্ত? পুলিস সূত্রে খবর, প্রত্যেক ইউনিটকে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। জয়েন্ট সিপি(হেড কোয়ার্টার)-কে প্রমাণ-সহ সেই তালিকা জমার দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিস কমিশনার বিনীত গোয়েল। তালিকা হাতে আসার পরেই অবসাদগ্রস্ত পুলিসকর্মীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)