COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: প্রতিবন্ধী মানুষদের জমায়েতে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। কোরপান শাহের খুনে দোষীদের গ্রেফতারের দাবিতে  আজ আইন অমান্যের ডাক দিয়েছিলেন প্রতিবন্ধীরা। অভিযোগ, মিছিলের চাপে ব্যারিকেড ভেঙে পড়তেই  প্রতিবন্ধীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিস।


ওদের কারোর হাত নেই, কেউ হাঁটতে পারেন না। কেউ আবার জন্মান্ধ। ওদের পরিচয় ওরা প্রতিবন্ধী। বুধবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে এমনই কিছু মানুষ জড়ো হয়েছিলেন রানি রাসমনি রোডে।  মাথা তুলে বেঁচে থাকার দাবি জানাতে।দাবি ছিল ,ওদেরই বন্ধু nrs-এ খুন হওয়া প্রতিবন্ধী যুবক কোরপান শাহেরদোষীদের গ্রেফতার করতে হবে।  ছিলেন কোরপানের স্ত্রী ও মা।


আন্দোলনকারীর বললেন, আমরা উচ্চ আদালতে যাব।


প্রতিবন্ধী সংগঠনের নেতা কান্তি গাঙ্গুলি তো ছিলেনই চার প্রাক্তন উপাচার্যও এসেছিলেন প্রতিবাদের শরিক হতে। পুলিসকে আগেই জানানো হয়েছিল আইম অমান্য করবেন প্রতিবন্ধীরা।বেলা দুটোয় শুরু হয় আইন অমান্য। প্রতিবন্ধীদের মিছিলের ধাক্কায় ভেঙে পড়ে পুলিসের তিনটি ব্যারিকেড। তারপরই প্রতিবন্ধীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিস।


অন্ধ যুবকের হাত থেকে ছিটকে যায় লাঠি। কেউ বা রাস্তায় পড়েই কাতরাতে থাকেন। বিক্ষোভকারীরা বললেন, পুলিস নির্মম ভূমিকা পালন করল। ভেঙে দেওয়া হয় ২৬টি গাড়ি।