ওয়েব ডেস্ক: ব্রিগেড ভরানোর পর আজ সিজিও কমপ্লেক্সে শক্তি পরীক্ষা বামেদের। সিবিআই দফতর অভিযানে বিশাল লোকবল নিয়ে রাস্তায় নামতে চায় বাম শিবির। শুধু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর হাওড়া থেকেই পঞ্চাশ হাজার কর্মী সমর্থক জমায়েত করার টার্গেট নেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, গৌতম দেব সহ অন্য শীর্ষ নেতারা।  বেলা বারোটায় উল্টোডাঙা থেকে শুরু হবে মিছিল। মিছিল আসবে সল্টলেকের বিভিন্ন প্রান্ত থেকেও।


পাখির চোখ বিধানসভা ভোট। আর  এবারের  নির্বাচনে  সব থেকে বড় ইস্যু হতে চলেছে সারদা কেলেঙ্কারি। তাই চিটফান্ডকাণ্ড প্রতারণাকে হাতিয়ার করে ফের পথে বামেরা।  সারদাকাণ্ডে যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেফতার,  মুখ্যমন্ত্রীকে সিবিআই জেরা এবং প্রতারিতদের  টাকা ফেরত।  মূলত এই তিনটি দাবিকে সামনে রেখে  আজ সিজিও কমপ্লেক্সে  সিবিআই দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি বামেদের । তবে বামেদের টার্গেট  শুধুই রাজ্য সরকার নয়। এক ঢিলে দুই পাখি মারার কৌশলে সারদায় তৃণমূল বিজেপি দুদলকেই বিধতে চাইছেন বামনেতারা।  মোদী সরকারের বিরুদ্ধে সিবিআইকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগ করছে তৃণমূল। বামেদের পাল্টা দাবি, বিজেপির সঙ্গে তলে তলে জোট পাকিয়ে  সারদায় সিবিআই তদন্ত নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।  সব মিলিয়ে আজ সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের মধ্য দিয়ে রাজনৈতিক উত্তাপ চড়ানোই লক্ষ্য বামেদের।