ওয়েব ডেস্ক : নির্বিষ লালবাজার অভিযান। বক্তৃতা হল, স্মারকলিপিও জমা পড়ল। ব্যারিরেড আর জল কামান নিয়ে তৈরি ছিল পুলিস। তবে ব্যারিকেড ভাঙতে এগিয়ে এলেন না কোনও বাম কর্মীই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু একা সূর্যকান্ত মিশ্রই নন। ব্যারিকেড ভাঙার জন্য তৈরি হয়ে এসেছিলেন CPM কর্মীরাও। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু হয় মিছিল। বেন্টিং স্ট্রিটের আগেই ব্যারিকেড করে পথ আটকে তৈরি ছিল পুলিসও। ছিল জল কামান। বিশাল বাহিনী।


আরও পড়ুন- আজ লালবাজার অভিযানে লাল ঝান্ডা


গর্জালেও বর্ষাল না। নেতারা কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যান। তবে কমিশনার ছিলেন না। ডেপুটি কমিশনারের কাছেই ডেপুটেশন দিয়ে ফিরে আসেন নেতারা। সূর্যর দাবি ভবিষ্যতে কমিশনার না থাকলে তাঁরা আর ডেপুটেশন দেবেন না।


প্রায় আড়াই ঘণ্টার বক্তৃতা। সেখানেই শেষ। আগের নবান্ন বা লালবাজার অভিযানে বামেদের যে দাপট দেখা গিয়েছিল, বুধবার তাঁর ছিটে ফোটাও হল না।