নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত CBI-র মুখোমুখি হতে হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। নিজাম প্যালেসে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডলও। গরু পাচারকাণ্ডে ৪ ঘণ্টা জেরার পর, তাঁকে ফের আগামি সপ্তাহে হাজিরার নোটিস ধরালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রেহাই পাননি ফিরহাদ হাকিম, মদন মিত্রের মতো শাসকদলের আরও অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 


পার্থ চট্টোপাধ্যায়: রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে CBI দফতরে হাজিরা দিতে হয় তৃণমূলের মহাসচিব, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কলকাতার নিজাম প্য়ালেসে পৌনে চার ঘণ্টার ধরে জেরা।


ফিরহাদ হাকিম: ২০১৬ নারদাকাণ্ডে গোপন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমকে। ২০২১-এ বিধানসভা ভোটের পরে তাঁকে গ্রেফতার করে CBI। পরে জামিনে মুক্তি পান।


শোভন চট্টোপাধ্যায়: নারদাকাণ্ডে নাম জড়়িয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। ২০২১-র বিধানসভা ভোটের পর CBI-র হাতে গ্রেফতার হন কলকাতার প্রাক্তন মেয়র। পরে জামিনে মুক্তি।


মদন মিত্র:২০১৪ সালে সারদা কাণ্ডে রাজ্যের তৎকালীন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করে CBI। পরে নারদাকাণ্ডেও নাম জড়ায় কামারহাটির তৃণমূল বিধায়কেরও। ২০২১-এ ফের গ্রেফতার, পরে জামিনে ছাড়া পান।


কেডি সিং: ২০২১ সালে চিটফান্ড কান্ডে CBI-র হাতে গ্রেফতার হন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং।


মুকুল রায়:  তৃণমূল থাকাকালীন নারদকাণ্ডে মুকুল রায়কে জেরা করে CBI। এরপর বিজেপিতে যোগ দেন তিনি। এখন আবার পুরনো দলেই ফিরেছেন মুকুল। 


 



সৃঞ্জয় বোস- ২০১৪ সালে সারদাকাণ্ডে গ্রেফতার তৎকালীন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু।


তাপস পাল (প্রয়াত): রোজভ্য়ালি কাণ্ডে 'টাকা নয়ছয়'। ২০১৬ সালে গ্রেফতার প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল।


সুব্রত মুখোপাধ্যায়(প্রয়াত)- ২০২১ সালে নারদকাণ্ডে গ্রেফতার প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়।


সুলতান আহমেদ(প্রয়াত): নারদকাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগ। ২০১৭ সালে প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে জেরা করে CBI।


ইকবাল আহমেদ: ২০১৭ সালে নারদকাণ্ডে তৃণমূল নেতা, কলকাতা পুরসভার তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ-কে জেরা CBI-র।



শতাব্দী রায়:  ২০১৯ সালে সারদাকাণ্ডে  বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে তলব CBI-র।


পরেশ অধিকারী: ২০১৬ সালে প্রভাব খাটিয়ে মেয়েকে শিক্ষকতার চাকরি দেওয়ার অভিযোগ। ২০২২ সালে স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে CBI দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের।


আহমেদ ইমরান খান: ২০১৪ সাল সারদাকাণ্ডে নাম জড়ায় রাজ্যসভার তৎকালীন তৃণমূল সাংসদ আহমেদ ইমরান খানের। তাঁকে তলব করে CBI।


সুদীপ বন্দ্যোপাধ্যায়: ২০১৭ সালে রোজভ্য়ালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে CBI।


কুণাল ঘোষ: ২০১৩ সালে সারদাকাণ্ডে গ্রেফতার তৎকালীন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ।


অনুব্রত মণ্ডল: ২০২২ সালে গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব CBI-র।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)