ওয়েব ডেস্ক: ঘন বসতি। ঘিঞ্জি এলাকায় পর পর ঘরে বহু পরিবারের বাস। বসতির ঠিক মাঝখানে মৃত্যুফাঁদ খোলামুখ নর্দমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খোলা হাইড্রেনে পরে মৃত্যু হল দেড় বছরের শিশুর। তারাতলার গোরাগাছার ঘটনা। অভিযোগ, দুই কাউন্সিলরের টানাপোড়েনের ফলে বহুবার বলা সত্ত্বেও, নর্দমা ঢাকার উদ্যোগ নেয়নি প্রশাসন। পরিণতি, ছোট্ট শিশুর অকালমৃত্যু।


তারাতলার গোরাগাছার বাসিন্দাদের এই হাই ড্রেন নিয়ে অভিযোগ নতুন নয়। শনিবার সকালে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। খেলতে খেলতে হাইড্রেনে পড়ে যায় বছর দেড়েকের শিশু। কেউ কিছু বোঝায় আগেই তলিয়ে যায়। আধঘণ্টা খোঁজাখুঁজির পর নর্দমা থেকে উদ্ধার হয় ছোট্ট নিথর দেহটি।


কলকাতায় কাউন্সিলরের মদতে প্রোমোটাররাজ, রাতারাতি ভাঙা হল বাড়ি


হাইড্রেন কার এলাকায়? ২ কাউন্সিলরের টানাপোড়েন। নালার একদিকে ৭৯ নম্বর ওয়ার্ড, অন্যদিকে ৮০ নম্বর ওয়ার্ড। একটির কাউন্সিলর রাম পিয়ারী রাম, অন্যটির আনোয়ার খান। কিন্তু খোলা নালা কার ওয়ার্ডে? বাসিন্দাদের অভিযোগ, দায় নিতে চাননি কোনও কাউন্সিলরই। এই টানাপোড়েনের মাঝে খোলা নালায় পড়ে মৃত্যু হল একরত্তি শিশুর।