বিধানসভা Live: এই বিজেপি `ল্যাজ` ছাড়া হনু: Mamata

Tue, 06 Jul 2021-1:53 pm,

Latest Updates

  • বিধানসভায় রাজ্যপালের ভাষণের আলোচনায় বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে 'ল্যাজ ছাড়া হনু' বলে তোপ দাগলেন তিনি। অভিযোগ করলেন, মেদিনীপুরের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'ফল দেখে বোঝা যাচ্ছে কী ফল ধরেছে। বিষবৃক্ষ। মেদিনীপুরে ঘরে ঘরে অত্যাচার করেছে। অনেক বিজেপি নেতা-নেত্রীকে চিনতাম। কিন্তু এই বিজেপি ল্যাজ ছাড়া হনু'। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'রাজ্যপালকে ভাষন পড়তে দিল না মানুষের কথা বলতে না দিয়ে আমি কত বড় বলতে এসেছে। পুরো সংবাদমাধ্যম নির্ভর একটা দল।' এখানেই শেষ নয়, ভোট প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ শানান তিনি। অভিযোগ করেন, 'বিজেপি মিথ্যার বেসাতি। বোটের আগে এসপি বদলেছে. আইসি বদলেছে। যা মোদী বলেছে তাই হয়েছে।  উপযুক্ত অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল। তিনটে মাস অফিসারদের হুমকি দিয়ে রাখা হয়েছিল।' 

    নন্দীগ্রামের ফলাফল নিয়েও ফের সরব হন তিনি। অভিযোগ করেন, নন্দীগ্রামে ভোটারের থেকে বেশি ভোট পড়েছে। মমতার তোপ, 'বিজেপি ৩০টার বেশি আসন পেত না আমি নিশ্চিত'। ভোট পরবর্তী হিংসে নিয়েও গেরুয়া শিবির মিথ্যে কথা বলছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না। শুধু মিথ্যে কথা বলা হচ্ছে। ভাষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'খেলা হবে' দিবস পালন করবে রাজ্য সরকার। 

  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম করে রাজ্য বিধানসভায় বিজেপিকে আক্রমণ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির। পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা গেরুয়া শিবিরের।

    জানা গিয়েছে, রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যোগী আদিত্যনাথের নাম করে আক্রমণ শানান। তিনি বলেন, 'বাংলাকে হিন্দু-মুসলমানে ভাগ করার চেষ্টা করেছিল বিজেপি। ধন্যবাদ জানাই বাংলার মানুষকে। তাঁরা সেই চেষ্টা রুখে দিয়েছেন।' এরপরই উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে তোপ দাগেন বিজেপিকে। এরই প্রতিবাদে সরব হয় বিজেপি। পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, 'একজন ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। একজন ভোটে জিতে বিরোধী দলনেতা হয়েছেন।' সঙ্গে সঙ্গে দফায় দফায় বিধানসভায় গণ্ডগোল শুরু হয়।

  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম করে রাজ্য বিধানসভায় বিজেপিকে আক্রমণ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির। পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা গেরুয়া শিবিরের।

    জানা গিয়েছে, রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যোগী আদিত্যনাথের নাম করে আক্রমণ শানান। তিনি বলেন, 'বাংলাকে হিন্দু-মুসলমানে ভাগ করার চেষ্টা করেছিল বিজেপি। ধন্যবাদ জানাই বাংলার মানুষকে। তাঁরা সেই চেষ্টা রুখে দিয়েছেন।' এরপরই উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে তোপ দাগেন বিজেপিকে। এরই প্রতিবাদে সরব হয় বিজেপি। পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, 'একজন ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। একজন ভোটে জিতে বিরোধী দলনেতা হয়েছেন।' সঙ্গে সঙ্গে দফায় দফায় বিধানসভায় গণ্ডগোল শুরু হয়।

  • ভোট পরবর্তী হিংসা মামলায় বিধানসভায় সরব বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আলোচনার দাবি বিজেপি বিধায়কদের। মুলতুবি প্রস্তাব আনার দাবি জানান তাঁরা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুমতি না দেওয়ায়, উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। আজ বিধানসভার শুরুতে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হওয়ার কথা। সেই আলোচনার আগেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা চেয়ে তুমুল বিক্ষোভ শুরু করে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    যদিও পরে অধ্যক্ষের অনুরোধে বিক্ষোভ থামান বিজেপি বিধায়করা। এরপর রাজ্যপালের ভাষনের ওপর আলোচনা শুরু হয়। সেখানে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী একাধিক ইস্যুতে রাজ্যকে নিশানা করেন। দেবাঞ্জন কাণ্ড তুলে ধরেন। বলেন, 'সরকারি বক্তব্য  অসত্য। করোনার মৃতদেহ নিয়েও ধাপ্পা দিচ্ছে সরকার। ভুয়ো ভ্যাকসিন দেওয়ার নাম করে বাংলার মানু্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ভুয়ো IAS সেজে,  কলকাতা কর্পোরেশনের আধিকারিক সেজে টিকা দিয়েছে। কেন এই কথা রাজ্যপালের ভাষণে উল্লেখ নেই? মাননীয় মন্ত্রী, বিধায়কদের সঙ্গে ওই লোকটিকে দেখা গিয়েছে। একজন ভুয়ো আইএএস সেজে ঘুরে বেড়াচ্ছে, অথচ এই রাজ্য সরকার জানে না। এই সরকার ভুয়ো সরকারে পরিণত হয়েছে'। এমনকি রাজ্য সরকারকে 'কাটমানির সরকার' বলেও তোপ দাগেন তিনি।

    পালটা তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'বিরোধী দল প্রথম দিন থেকেই অস্থিরতা তৈরি করছে। আমাদের লড়াই শুধু রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না। আমাদের লড়াই ছিল অশিক্ষার বিরুদ্ধে। গত ভোটে দিল্লি থেকে কত বড় বড় নেতা এল। বড় বড় উড়োজাহাজ নিয়ে এল। যদিও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে মান্যতা দিল। বিরোধীদের কুৎসাকে আমরা পাত্তা দিইনি। আমরা উন্নয়ন করেছি। কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না। এক শ্রেণীর মানুষ ভুয়ো খবর, জাল ভিডিও নিজেদের স্বার্থে প্রচার করেছে। যদিও বাংলার মানুষ এগুলো উপেক্ষা করেছে।'

    অন্যদিকে আজই দ্বিতীয়ার্ধে বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পেশ হবে। প্রস্তাব পেশ করবেন পার্থ চট্টোপাধ্যায়।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link