Bengal Budget Live: যান পরিবহণে কর মকুব থেকে সড়ক, উড়ালপুল- ঘোষণা মমতার
Latest Updates
বাজেট বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী।
নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই কথার অনুকরণে বলি আপনারা আমাকে বিশ্বাস দিন আমি আপনাদের সেবা দেব।
রাজ্যে ৪৬ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে।
পার্শ্ব শিক্ষকদের অবসরের পর ৩ লক্ষ টাকা।
আজাদ হিন্দ স্মারক। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
আগামী অর্থবর্ষের জন্য ২ লাখ ৯৯ হাজার ৬৮৮ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব সরকারের।
আগামীতে দেড় কোটি কর্মসংস্থান করা হবে।
এবছর ১০০ দিনে কাজে ১ কোটি মানুষকে কাজ দিয়েছি।
গত ১০ বছরে ৪ লাখ নতুন নিয়োগ হবে। আগামী বছরে আরও খালি পদে নিয়োগ হবে।
রাজারহাটে একাধিক আইটি সংস্থাকে জমি দেওয়া হবে।
গত ১০ বছরে ৪ লাখ নতুন নিয়োগ হয়েছে। আগামী বছরে আরও খালি পদে নিয়োগ হবে।
রাজারহাটে একাধিক আইটি সংস্থাকে জমি দেওয়া হবে।
আগামী ২ বছরের মধ্যে অন্ডালকে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তেলা হবে।
করোনার কথা মাথায় রেখে পরিবহণ ক্ষেত্রে রোড ট্যাক্স মুকুব।
পর্যটন শিল্পে ৫০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত টাকা ঋণ দেওয়া হবে।
ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন তৈরি হবে।
যাদবপুর থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড পর্যন্ত উড়ালপুল।
পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপুল।
ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল।
আমির আলি রোড থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল।
রুবি-কালিকাপুর উড়ালপুর নির্মাণ করা হবে।
কোচবিহারে নতুন রাস্তা।
দুয়ারে সরকার কর্মসূচি বছরে ২ বার হবে।
প্যারাটিটারদের প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে।
তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে
রাজ্যে ১০০ জনকে আইএএসের ট্রেনিং দেওয়া হবে।
কলকাতা পুলিসে নতুন নেতাজি ব্যাটালিয়ন।
আাগামী অর্থবর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
আগামী অর্থবর্ষে মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
নেপালি, হিন্দু, উর্দু ভাষার জন্য ১০০ নতুন স্কুল ও ৫০০ প্যারাটিচার নিয়োগ করা হবে।
সাঁওতালি ভাষার জন্য ৫০০ স্কুল। এর জন্য ১৫০০ প্যারা টিচার নিয়োগ করা হবে।
তপসিলি জাতি উপজাতিদের জন্য ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে। এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
আমাদের কল্যাণমূল কর্মসূচি চলছে, চলবে
আমরা রাজ্যে উন্নয়ণে প্রতিজ্ঞাবদ্ধ।
রাজ্যের জিডিপি ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
গ্রামীণ আবাস যোজনায় দেশে প্রথম স্থান অধিকার করেছি আমরা।
স্কিল ডেভলপনমেন্টে বংলা ১ নম্বর। দারিদ্র দূরীরকণে বাংলা ১ নম্বর।
মমতা বলেন, কেন্দ্রে থাকাকালীন বাজেট পেশ করেছি। এমন বিশৃঙ্ঘলা দেখিনি।
বিধানসভায় স্পিকার বারবার বিরোধীদের থামাতে বললেও বিধোধীরা হইচই করতে থাকেন।
মনোজ টিগ্গা নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।
মমতা বাজেট বক্তৃতা শুরু করতেই প্রবল হইহট্টগোল শুরু করেন বিবোধীরা। অনেকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অমিত মিত্র অসুস্থ থাকায় এবার বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বাজেট পেশের ঠিক আগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের সতর্ক করেন স্পিকার। পরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। আগেই বাজেট বয়কট করেছিল বাম-কংগ্রেস। মুখ্যমন্ত্রী এরপর বলেন,'আমি নিজে ৫টে রেল বাজেট পেশ করেছি। সাধারণ বাজেট দেখেছি। বাজেটের সময় কেউ কোনও কথা বলে না। বিজেপির এই সদস্যরা কিছু পারে না, জানে না। ৪-৫ জন মিলে এই অবস্থা!'