Live: আগস্ট-সেপ্টেম্বরে আসছে দুয়ারে সরকার, বাজেটের পর ঘোষণা Mamata-র
Latest Updates
স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইস্তফাও বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সঠিকভাবে কাজ করেনি।
আজ বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে। রাজবংশী মহিলাও খারাপ হয়ে গিয়েছে। বিনাশকালে বুদ্ধিনাশ বিজেপির।
বিজেপি কাকে মন্ত্রী করবে, কাকে মন্ত্রী করবে না। তা বিজেপির একান্ত অভ্যন্তরীণ বিষয়: মমতা
কেন্দ্রীয় সরকার মাইক্রো অর্থনীতি বোঝে না। কারও কথা শোনে না। বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে না। সারা বিশ্ব যা বলছে, এই কেন্দ্রীয় সরকার উল্টে পথে চলছে।
আমরা ক্রমাগত গরিব মানুষের হাতে টাকা দিচ্ছি। মানুষ বাজার গিয়ে জিনিস কিনছেন। আমরা চাহিদা বাড়ানোর চেষ্টা করছি। ফলে উত্পাদন বেড়েছে।
অমিত মিত্র বলছেন,
আগস্ট-সেপ্টেম্বরে ফের দুয়ারে সরকার আসছে। ১৮৬৫০ কোটি টাকা বরাদ্দ সামাজিক খাতে।
কৃষকবন্ধু প্রকল্পের কাজ শুরু হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ২ ৫০ কোটি টাকা বরাদ্দ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।
কেন্দ্র আমাদের টাকা আমাদের দিয়েছে। রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি।
কৃষকদের জন্য বার্ষিক ১০ হাজার আর্থিক সহায়তা দেবে সরকার। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স মকুব।
আমাদের টাকা আমাদের দেয়নি কেন্দ্র। ৬০ হাজার কোটি টাকা থেকে আমরা বঞ্চিত।