WB assembly election 2021 Live : বিনে পয়সায় চাল, ৯০০ টাকায় গ্যাস, নারী দিবসের মঞ্চে কটাক্ষ Mamata-র
Latest Updates
আন্তর্জাতিক নারী দিবসকে নারীমুক্তি দিবস হিসেবে পালনের ঘোষণা মমতার। মঞ্চে গান গাইলেন অদিতি মুন্সি। উলু ধব্নিতে শেষ হল সভা।
নারী দিবসের মঞ্চ থেকে গ্যাস-তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ মমতার-
বিনে পয়সায় চাল আর ৯০০ টাকায় গ্যাস!
বিনামূল্যে গাস দিক কেন্দ্র।
বিজেপি এসেছে বাংলা দখল করতে।
আগে ওরা দিল্লি সামলাক।
যতই করুক হামলা, জবাব দেবে বাংলা।রোজ গ্যাসের দাম বাড়িয়ে চলেছে।
যতই কর জুমলা, জবাব দেবে বাংলা।
Mamata বলেন-
বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় বলছে!
বাংলায় এসে মিথ্যে কথা বলছেন মোদী।
এরাজ্যে মহিলারা সুরক্ষিত।
বাংলায় নারীরা অন্য রাজ্যের থেকে সুরক্ষিত।
বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কেন্দ্র।মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন-
মেয়েরা আমাদের গর্ব
নারীদের অধিকার রক্ষা আমাদের দায়িত্ব
মেয়েদের সম্মান রক্ষা আমাদের কর্তব্য
বাংলার মেয়েরা সুরক্ষিত না হলে ভোর ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরতে পারত না!কাকলি ঘোস দস্তিদার বলেন, "নিজেদের জীবন বিপন্ন করে হলেও মমতাদির সঙ্গে আমরা থাকব।"
সায়নী ঘোষ বললেন, "সারা ভারতে নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তায় এগিয়ে বাংলা।"
সুদেষ্ণা রায় বলেন, "গত ৪ বছর মহিলা আর শিশুদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। সেই সুবাদে বলতে পারি, এখানকার মেয়ে এবং শিশুরা অনেক বেশি সুরক্ষিত।"নারী দিবসের মঞ্চ থেকেই গ্যাস ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের মহিলা ব্রিগেডের।
রাজ্যে মোট মহিলা ভোটারের সংখ্যা ৪৯ শতাংশ। এবার ভোটে মহিলা প্রার্থীর আধিক্য রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। তৃণমূলের মোট মহিলা প্রার্থী ৫০ জন।
বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে বিভিন্ন সামগ্রীকে তুলে ধরা হয়েছে এই পদযাত্রায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় 'জয় বাংলা' প্ল্যাকার্ড। 'বাংলা নিজের মেয়েকেই চায়', এই স্লোগানকে সামনে রেখেই আজ পদযাত্রায় তৃণমূলের মহিলা ব্রিগেড।
পদযাত্রায় উপস্থিত সায়ন্তিকা ব্য়ানার্জি, মানালি দে, লাভলি মৈত্র, নুসরত জাঁহা, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, দোলা সেন, রনিতা দাস, অদৃজা প্রমুখ তৃণমূলের নারী ব্রিগেড।
নজরে মহিলা ভোট। মহিলা ব্রিগেডকে সামনে রেখে আজ নারী দিবসে পদযাত্রায় মমতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল।