Live: `নিষ্ঠুর ও নির্দয় সরকার,` বিধানসভায় কেন্দ্রকে তোপ মমতার

Mon, 08 Feb 2021-1:54 pm,

Latest Updates

  • "আমি সবসময়ই আত্মপ্রত্যয়ী।" অধিবেশন শেষে বিধানসভার লবিতে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

     

  • এদিন আগাম শুভেচ্ছা জানিয়ে  মুখ্যমন্ত্রীর হাতে কার্ড তুলে দিলেন সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা। একটি ছবিও দিলেন।

  • তবে আজকে ছবি তোলাম সময় বাম ও কংগ্রেস বিধায়করা ছিলেন না। তাঁদের অভিযোগ, "সরকার বিভিন্ন সময় তাঁদের বলতে দেয়নি। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। তাই শেষ বেলায় ছবি তোলার কোনও মানে হয় না।" এমনটাই সূত্রের খবর। তবে ছবি তোলার সময় বিজেপি ছিল। 

     

  • অধিবেশন শেষে সবাই মিলে গ্রুপ ছবি তুললেন। সবাই ভিক্ট্ররি সাইন 'V' দেখাতে বললেন মুখ্যমন্ত্রী।

  • "আমাকে আবার একজন বলল, যোগী আসছে।"
    "গুজরাট কখনও বাংলাকে শাসন করবে না।"
    "বাংলা ছাড়া কোনও কথা নেই। বাংলাই এখন টার্গেট।"
    "এখন নির্বাচন এসেছে বলে বাংলার প্রতি প্রীতি বেড়েছে।"
    "কেন্দ্রীয় সরকার এত নির্দয় ও নিষ্ঠুর আমি কখনও দেখিনি।"
    "কর আদায় বেড়েছে।"

  • আমফান মোকাবিলায় ৯৯ শতাংশ লোক ভালভাবে কাজ করেছে।
    "আমফানের সময় এসে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অগ্রিম টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনও অতিরিক্ত টাকা দেননি।"
    ধমক দিলেন সোনালিকে। বললেন, "যে যখন বলছে, তাঁকে বলতে দেওয়া উচিত।
    ফের বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। 

     

  • বাজেট-এর সঙ্গে প্রসঙ্গযুক্ত নয়। বললেন স্পিকার। 
    বাধা দিলেন স্পিকার।
    চাল চুরি, ত্রিপল চুরির অভিযোগ।
    আমফান দুর্নীতি নিয়ে সরকারকে তোপ সিপিআইএম-এর তন্ময় ভট্টাচার্য।

     

  • রবিবার হলদিয়া থেকে কিষান নিধি প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছিল মোদী। আজ বিধানসভায় ভাষণে তার পাল্টা জবাব দিলেন মমতা। 
    উড়ালপুল থেকে টাকার সংস্থান, সব বিষয়েই বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

     

  • "মোদীর মিথ্যে বলা অভ্যাস হয়ে গিয়েছে।"
    "প্রতিদিন বলছে, কৃষকরা পাচ্ছে না।"
    "ডেটা দাওনি, তাই করতে পারিনি।"
    "ডেটা দাও, ভেরিফাই করে দেব।"
    "তুমি টাকা দাও।"
    "আমি চাই ভাগচাষিরাও পাক।"

  • "চতুর্দশ কমিশন বাংলার পারফরম্যান্সে খুশি হয়েছিল।"
    "নতুন করে কতগুলো কর্মসূচি নেওয়া হচ্ছে।"
    "১৯টা শিল্পের সূচনা হবে।"
    "৩ লক্ষ ২৯ হাজার ৫০০ লোকের চাকরি হবে।"
    "নতুন মেট্রো হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া- এগুলো সব আমি ঢেলে দিয়েছি।"
    "মুখ্যমন্ত্রী দফতরের গ্রিভ্যান্স সেলে যত সমস্যা, অভিযোগ জমা পড়েছিল, তার ৯০ শতাংশ সমাধান করেছি।"

  • "জেলায় ১৮৩টি ব্রিজ হয়েছে। চোখে দেখে কথা বলুন।"
    "এবার একুশেও জয়লাভ করব।"
    "আমরা কিছুদিন নয়, এবারেও আসব।"
    "হ্যাঁ, টাকা আছে।"
    "ভোটের ইস্তাহার হলে আপত্তি আছে?"
    বিরোধীদের জবাব দেওয়া শুরু মুখ্যমন্ত্রীর

     

  • মনোজ চক্রবর্তী : "পুরসভা আড়াই বছর নির্বাচন করেননি। মন্ত্রীকে বসিয়ে রেখেছেন। আপনার নিজের উপর কোনও ভরসা নেই। পিকে-র উপর ভরসা।"
    বিরোধীদের শুধু বাজেট বক্তৃতার বক্তব্য রাখতে নির্দেশ স্পিকারের।
    বিরোধীদের বক্তব্যের প্রতিবাদ তৃণমূল বিধায়কদের। বিধানসভায় হইচই।
    "পোস্তা এখনও সারাতে পারেননি।"

  • "কটা শিল্প হয়েছে জবাব দেবেন? মার্সিজিজ বেঞ্চ আনবে বলেছিলেন, একটা চায়ের দোকানের বেঞ্চও আনতে পারেননি!"
    "মুখ্যমন্ত্রীর সমালোচনা করলে উনি রেগে যান।"
    মুখ্যমন্ত্রীকে চড়া আক্রমণ বিরোধীদের। 
    অন্ডালে আন্তর্জাতিক মানের বিমানবন্দরের কথা বলা হচ্ছে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় জমি কই? প্রশ্ন বিরোধীদের
    কংগ্রেসের মনোজ চক্রবর্তী বলেন, 'এটা বাজেট না সরকারের ম্যানিফেস্টো মনে হচ্ছে' 
    বাজেটের উপর বক্তব্য রাখছেন বিরোধীরা
    উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
    বিধানসভায় শুরু অধিবেশন  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link