নিজস্ব প্রতিবেদন:  মাঝেরহাট সেতু ভাঙার প্রতিবাদ।  মঙ্গলবার সকালে মিছিল করে  বিজেপি  মহিলা মোর্চা।   মিছিলে বাধা দিলে পুলিসের সঙ্গে     মহিলা মোর্চার কর্মীদের ধস্তাধস্তি। এই ঘটনায় লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!


মাঝেরহাটের ব্রিজ ভাঙার ঘটনার প্রতিবাদে এদিন সকালে শিয়ালদা থেকে মিছিল শুরু করে বিজেপি মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায়।   মিছিল শুরুর পরই মহিলা মোর্চা কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কুশপুতুল পোড়ানোর পরিকল্পনা করে। তাতে বাধা দেয় পুলিশ।  এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  মহিলা মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিসের।  ঘটনার জেরে লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন মিছিলকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  



আরও পড়ুন: বরের কাছ থেকে এনে মেয়ের সঙ্গে চরম ঘৃণ্য কাজ করল বাবা-দাদা, ধরিয়ে দিল কয়েকটি সংখ্যা!


পুলিস সূত্রে জানা গিয়েছে, কুশপুতুল পোড়ানোর কোনও অনুমতি ছিল না। কিন্তু তা সত্ত্বেও বিজেপি মহিলা মোর্চা কর্মীরা কুশপুতুর পোড়ানোর পরিকল্পনা করছিলেন। তাই তাঁদের বাধা দেওয়া হয়েছে।