নিজস্ব প্রতিবেদন: সিপিএম প্রার্থীর দেওয়াল লিখনকে ঘিরে উত্তেজনা চিৎপুরে।  সিপিএম কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




উত্তর কলকাতার সিপিএম প্রার্থী কনীনিকা বোস (ঘোষ) এর দেওয়াল লিখনকে ঘিরে তীব্র উত্তজনা ছড়ায়। বুধবার রাত ১০টা নাগাদ চিৎপুরের ৩ নম্বর ওয়ার্ডের বীরপাড়া পাম্পিং স্টেশনের কাছে কনীনিকা বোসের সমর্থনে দেওয়াল লেখা হচ্ছিল। অভিযোগ, সেসময় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা সিপিএম কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়।  তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রঙ, তুলি ছুড়ে ফেলে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় চিৎপুর থানার পুলিশ। 


তৃণমূল করার অপরাধে খুনের চেষ্টা বিজেপি কর্মীর, উত্তপ্ত ভাঙড়


ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী কনীনিকা বোস। তিনি বলেন, তৃণমূলের গণ্ডাবাহিনী মত্ত অবস্থায় হামলা করেছে। এদিকে অভিযোগের ভিত্তিতে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তুনু সেন বলেন, যে পার্টিটা জীবাশ্মে পরিণত হয়েছে তাদের মারধর করে প্রচারের আলোয়ে আনতে চায় না তৃণমূল কংগ্রেস।