নিজস্ব প্রতিবেদন : আক্রান্ত যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। মারধর করা হয়েছে বিজেপি মণ্ডল সভাপতিকেও। এমনকি সিআইএসএফ-এর ডেপুটি কম্যান্ডারকেও নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে যাদবপুরের ১০৯ নম্বর ওয়ার্ডে হেলেন কেলার স্কুলের বুথে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিজেপি প্রার্থী অনুপম হাজরা জানিয়েছেন, হেলেন কেলার স্কুল বুথে ছাপ্পা চলছে বলে অভিযোগ পান তিনি। তৃণমূলের মহিলারা মুখে কালো কাপড় বেঁধে ছাপ্পা ভোট দিচ্ছে বলে তাঁর কাছে খবর আসে। খবর পেয়েই বুথে ছুটে আসেন তিনি।  তাঁর অভিযোগ, বুথে ঢুকতে গিয়ে বাধা পান। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।   


আরও পড়ুন, ইসলামপুর উপনির্বাচনে বিজেপির ভোটারদের বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


বুথে ঢোকার সময় তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ অনুপমের। অভিযোগ, ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। মারধর করা হয় মণ্ডল সভাপতিকে। মেরে মণ্ডল সভাপতি অরিন্দম রায়ের দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী অনুপম হাজরার দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের গুন্ডাবাহিনী-ই রয়েছে। গোটা ঘটনা তাঁরা কমিশনের নজরে আনবেন বলে জানিয়েছেন তিনি।