নিজস্ব প্রতিবেদন : ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনে ২০৯ নম্বর বুথে ভোট দেন তৃণমূল সুপ্রিমো। আজ সকালে সেখানেই ভোট দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মিত্র ইনস্টিটিউশন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্ব। আজ সারাদিন অন্য কোনও কর্মসূচি রাখেননি তৃণমূল নেত্রী। বিকালে মিত্র ইনস্টিটিউশনে আসেন ভোট দিতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন একমাত্র মেয়র পারিষদ দেবাশিষ কুমার। ভোট দিয়ে সাংবাদিকদের মুখমুখি হন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, সায় দিল না শরীর, বুথে এসে নন্দিনীকে ভোটটা দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য


বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন তৃণমূল নেত্রী। বলেন, "বিজেপি ও বাহিনী বেনজির অত্যাচার করেছে। আগে কখনও এমনটা আমি দেখিনি।" এরপরই বেরিয়ে যান তিনি।  বাড়ির উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ভোট দিতে আসছেন, খবর পেয়েই তাঁকে একঝলক দেখার জন্য মিত্র ইনস্টিটিউশন এলাকায় ভিড় জমে যায়।