নিজস্ব প্রতিবেদন: বাংলার ৪২টি আসনের মধ্যে ৪২টিই তৃণমূলকে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফলাফল প্রকাশের পর বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। রাজ্যে ১৮টি আসন পেয়ে বিধানসভা ভোটকে টার্গেট করছে বিজেপি। এমন অবস্থায় শুক্রবার কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকদিন দিন ধরে একাধিক ঘটনার প্রতিবাদে গর্জে উঠছে মমতার কলম। বিদ্যাসাগরের মূর্তির প্রতিবাদে লিখেছিলেন কবিতা। এবার ফলপ্রকাশের পরের দিন সাম্প্রদায়িকতাকে বিঁধে 'মানি না' শীর্ষক কবিতা লিখলেন মমতা।           
 


মানি না      


সাম্প্রদায়িকতার রঙ আমি
বিশ্বাস করি না,
সর্ব ধর্মেই সর্ব উগ্রতা-নম্রতা আছে।
আমি নম্র জাগরণের এক
সহিষ্ণু সেবক, 
বাংলায় যার উত্থান।
বিশ্বাস করি না সাময়িক উগ্র ধর্ম
বিক্রি করতে-
বিশ্বাস করি মানবিকতার
আলোকে আলোকিত ধর্ম। 
ধর্ম বিক্রি যাদের তাস
ধর্ম পাহাড়ে টাকার বাস??
আমি থাকি আমার নিজ কর্মে
কর্ম নেই তোমাদের!!!!
তাই বিক্রি হয় উগ্রতার ধর্মে? 
যারা বিশ্বাস করেন সহনশীলতায়-
আসুন, জাগরিত করুন
একসাথে আসুন সবাই। 
সারা বিশ্ব একটাই দেশ-
তবে এ কি অঙ্ক?
যার উগ্রতাই অভিলাষ। 




শুধু বাংলাতেই নয়, 'মানি না' কবিতাটি হিন্দি ও ইংরেজিতেও লিখেছেন মমতা। 




মোদী আসার আভাস স্পষ্ট হতে গতকাল টুইটারে মমতা বার্তা দিয়েছিলেন,''বিজয়ীদের অভিনন্দন। কিন্তু সব হেরোরা হেরো নয়। পর্যালোচনার পর আমাদের মত দেব। ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে গণনাপদ্ধতি আগে শেষ হতে দিন''।



পশ্চিমবঙ্গে ১৮টি আসন ঝুলিতে পুরেছে বিজেপি। তৃণমূলের জুটেছে ২২টি আসন। দ্বিগুণ বেড়ে বিজেপির ভোটের হার। পাল্লা দিয়ে কমেছে বাম ভোট। বাম ভোটই গিয়েছে রামে। রাজনৈতিক মহল মনে করছে, মেরুকরণের রাজনীতির ফায়দা তুলেছে বিজেপি। এরাজ্যেও বইতে শুরু করেছে হিন্দুত্বের হাওয়া। সে জন্য বিজেপির দিকে একমুখী ভোট হয়েছে বাংলায়।


রাজ্যের বিধানসভাতেও সংখ্যাগরিষ্ঠতার ঘাড়ে শ্বাস ফেলছে বিজেপি, বলছে পাটিগণিতের অঙ্ক