হেরোরা হেরো নয়, রাজ্যে বিজেপির উত্থানের পর প্রতিক্রিয়া মমতার
বাংলায় বিজেপির ঐতিহাসিক উত্থান।
নিজস্ব প্রতিবেদন: বাম-কংগ্রেস ভোটে ধস নামিয়ে রাজ্যে প্রবল মোদী ঝড়। সকাল থেকে তৃণমূলকে সমানে-সমানে টক্কর দিচ্ছে বিজেপি। বেশ কয়েকটি আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আপাতত ভোটপ্রবণতায় ২৩টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১৮টি আসনে।
ভোটপ্রবণতায় স্পষ্ট, বাংলায় বিজেপি আর উত্তর ভারতের দল নয়। বরং রাজ্যেও বইতে শুরু করল হিন্দুত্বের হাওয়া। পশ্চিমবঙ্গে ৪২-এ ৪২ করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের ফল বলে দিচ্ছে, গতবারের জেতা আসনও ধরে রাখতে পারছে না। এর মধ্যেই টুইটারে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ''বিজয়ীদের অভিনন্দন। কিন্তু সব হেরোরা হেরো নয়। পর্যালোচনার পর আমাদের মত দেব। ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে গণনাপদ্ধতি আগে শেষ হতে দিন''।