নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্যের উপর চাপ বাড়াতে চলেছে বিজেপি। এই ঘটনার তদন্ত আগেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার একই আর্জি জানিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা করে, চিঠিতে সেই আর্জি করেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী সাংসদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, লাভলি মৈত্র, সাংসদ শান্তনু সেন, কাউন্সিলর বৈশ্বনর চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবাঞ্জন দেবের ঘনিষ্ঠতার কথা, স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।  


আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে আরও ৩, দেবাঞ্জনের বিরুদ্ধে দায়ের নতুন অভিযোগ


আরও পড়ুন: উপনির্বাচনকে ভয় পাচ্ছে কেন? গণতন্ত্রে বিশ্বাস করে না BJP, পাল্টা TMC


যেহেতু ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেহেতু ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানোর দাবি জানান তিনি। গতকালও স্বাস্থ্য ভবনে গিয়ে একই দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই দাবি শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলায়। সরাসরি CBI তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।