অয়ন ঘোষাল: ফের গৃহস্থের রান্নাঘরে দামের আগুন। সিলিন্ডারপিছু (LPG Price) রান্নার গ্যাসের দাম বাড়ল পঞ্চাশ টাকা। নতুন দাম ১১২৯ টাকা। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ৩৫২ টাকা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ৩৫০ টাকা ৫০ পয়সা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার এখন দিল্লিতে ২১১৯ টাকা ৫০ পয়সা। ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। আজ থেকে কার্যকর হবে এই নতুন দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Hookah Bar: কেন বন্ধ করা যাবে না হুক্কা বার? হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল কলকাতা পুরসভা


জানুয়ারি সারা দেশজুড়েই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বেড়েছিল। প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত দুই মাস ধরে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছিল। 


প্রসঙ্গত, কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল ১০৭৯ টাকা, আজ থেকে বেড়ে হল ১১২৯। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের মূল্য ছিল ১৮৭০ টাকা, আজ থেকে নতুন দাম হল ২২২১ টাকা ৫০ পয়সা। প্রত্যেক পরিবারের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। ১২টির পরে গ্যাস সিলিন্ডার বাজারমূল্য অনুযায়ীই কিনতে হয়। 


সিলিন্ডারের উপর ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না। কোথাও মিললে তা-ও নামমাত্র। তার ওপর হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে ভারতে অনেকবার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। 


তবে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণ মানুষের কথা ভাবে না বিজেপি। তিন রাজ্যের ভোট মিটতেই দাম বাড়িয়েছে কেন্দ্র। এমনটাই তোপ তৃণমূলের। জ্বালানির দাম সরকারের হাতে নেই। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল ভারত। পাল্টা বক্তব্য দিলীপের। 



আরও পড়ুন, Adenovirus: সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার ক্নিনিক, অ্যাডিনো মোকাবিলায় জারি নয়া নির্দেশিকা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)