বরুণ সেনগুপ্ত: এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফের বিস্ফোরক মদন মিত্র দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। তিনি বলেন, ‘কিছু দালাল চিটিংবাজ  দলের মধ্যে ঢুকে নোংরামি করে দলকে নোংরা করার চেষ্টা করছে l আমার তো আর কদিন আমার আর ২০২৬ এর পর দাঁড়াবার মত জায়গা থাকবে বলে মনে হয় না। সৌগত রায় নিশ্চই ২৪-এ দাঁড়াবে দলটাকে বাঁচান, দল বাঁচলে আমরা বাঁচব’l


আরও পড়ুন: Humayun Kabir: শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে চলব, দলের বৈঠকে মেনে নিলেন হুমায়ুন কবীর


তিনি আরও বলেন, ‘তৃণমূল ভালো লাগবে না করবেন না আমাদের দলেরই একাংশ যেভাবে সিপিএম বিজেপিকে তেল দিয়ে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারার চেষ্টা করছে তাদের আমার ঘৃণা করি l কোনও নেতা মন্ত্রী সাংসদ এল কী এল না এটা বিষয় না। কর্মীরাই সম্পদ। মনে রাখবেন ক্রাইসিস আসলে নেতা মন্ত্রী ছাদের ওপর উঠে যায়’।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharya Hospitalised: অ্যান্টিবায়োটিক ছাড়া কেমন থাকেন দেখতে চান চিকিত্সকেরা; কবে ছুটি, মিলল ইঙ্গিত


সোশাল মিডিয়ায় মদন মিত্রের এই কথা ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। কেন মদন মিত্র এই কথা বললেন সে প্রহ্ন উঠতে থাকে। তা হলে কী তিনি আঁচ পেয়ে গিয়েছেন তিনি ২০২৬ সালের নির্বাচনে দলের টিকিট পাচ্ছেন না? নাকি তিনি রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন? পাশাপাশি দলের প্রতি ক্ষোভ তার বাড়ছে কীনা সেই বিষয়েও প্রশ্ন উঠে গিয়েছে এই বক্তব্যের পরে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)