ওয়েব ডেস্ক: জেলমুক্তির পরেও প্রভাবশালী আতঙ্ক কাটেনি মদন মিত্রের। পাছে CBI আঙুল তোলে, তাই অত্যন্ত মেপে পা ফেলছেন তৃণমূল নেতা। যে হোটেলে রয়েছেন তার বাইরে অনুগামীদের ভিড় নেই। উত্‍সবের তো প্রশ্নই ওঠে না। প্রভাবশালী তকমা ঘোচাতে প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন মদন। বিধানসভা নির্বাচনে হারার পর বিধায়ক পদও খোয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এত যে BMW-এর বিনিয়োগের কথা শুনলেন, জেনেই নিন BMW সম্পর্কে অজানা সব তথ্য


এখন পরিবর্তিত পরিস্থিতিতে CBI-এর যুক্তি খারিজ করে মদন মিত্রকে জামিন দিয়েছেন বিচারক। CBI-ও জানিয়েছে তারা হাইকোর্টে যাবে। তাই মুক্তি পেলেও উদ্বেগ কাটেনি মদনের। CBI-এর যুক্তি, প্রভাবশালী মদন মিত্র তদন্তের পথে বাধা। আবার, প্রভাবশালী পরিচয়ই মদন মিত্রের পায়ে অদৃশ্য শেকল পরিয়েছে। 


আরও পড়ুন  এ যেন মুখ আর আয়না