নিজস্ব প্রতিবেদন: কোথাও বেডের অভাব, কোথাও অক্সিজেনের অভাব। এই নিয়ে ফেসবুক লাইভে দুঃখ প্রকাশ করেছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। তাই মানুষের পাশে দাঁড়াতে কামারহাটিতে তৈরি করলেন সেফ হোম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি জানিয়েছেন, অক্ষয় তৃতীয়া মানুষের ভালো করার দিন , তাই ওই দিন  করোনা চিকিৎসার জন্য সেফ হোম তৈরি করেছেন তিনি। মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি
এলাকার বিধায়ক মদন মিত্রের উদ্যোগে বেলঘড়িয়া একটি ক্লাবে তৈরি করা হল অক্সিজেন পার্লার সেন্টার। একই সঙ্গে ১০০ বেডের সেফহোমে ব্যবস্থাও করা হয়েছে। ঘরে রোগীদের চিকিৎসায় থাকছে অত্যাধুনিক মেশিন। যেমন, অক্সিমিটার থেকে শুরু করে নেবুলাইজারও রাখা হচ্ছে।


শীতাতপ নিয়ন্ত্রিত সেফ হোমে থাকছে বিনোদনের সুবিধা। গান টিভি দেখা সবকিছু ব্যবস্থাপনা করা হয়েছে। এমনকি যিনি এখানে থাকবেন তার শারীরিক অবস্থা কেমন আছে সেই বিষয়ে পরিবারকে এ টু জেট জানানো হবে। রোগীকে দেখার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা।