হনুমানজির মন্দিরে পুজো দিয়ে মদন মিত্র বললেন, `আমি এখন অভাবশালী`!
মদন মিত্রর জামিন খারিজের জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিবিআই। একই দিনে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে মদন বললেন, `তিনি প্রভাবশালী নন। তিনি এখন অভাবশালী। কমন ম্যান।`
ওয়েব ডেস্ক : মদন মিত্রর জামিন খারিজের জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিবিআই। একই দিনে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে মদন বললেন, "তিনি প্রভাবশালী নন। তিনি এখন অভাবশালী। কমন ম্যান।"
পুজোর এখনও তিন সপ্তাহ বাকি। পিছু ছাড়ছে না সিবিআই। আগেও যে একবার জামিন খারিজ হয়ে গিয়েছিল। তাই কি মায়ের মুখ দেখার আগেই মন্দিরে মদন মিত্র? আইনের গেরোয় বাড়ি ফেরা হয়নি। আছেন এলগিন রোডের হোটেলে। রাস্তার উল্টোদিকেই হনুমান মন্দির। গোলমন্দির নামে এলাকায় পরিচিত। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মন্দিরে ভক্তিভরে পুজো দিলেন মদন মিত্র। মিনিট কুড়ি মন্দিরে ছিলেন মদন। সঙ্গে হাতে গোনা ছ-সাত জন অনুগামী। গুঞ্জন শোনা গেল, প্রভাবশালীর তকমা ঝেড়ে ফেলতেই পারিষদ সংখ্যা বাড়ালেন না দাদা। কিন্তু, কী চাইলেন হনুমানজির কাছে? পুজো দিয়ে বেরিয়ে এসে নিজেই তা খোলসা করলেন রক্তবসন মদন।
মদন মিত্র যখন মন্দিরে তখন আদালতে সিবিআই। সোমবার আদালতে ছুটি ছিল। মঙ্গলবার আলিপুর আদালতে গিয়ে মদন মিত্রর জামিনের নির্দেশের কপি-সহ অন্যান্য নথি নেন সিবিআইয়ের গোয়েন্দারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রেজিস্ট্রারের হস্তক্ষেপে নথি হাতে পেয়েই তাঁরা ছোটেন হাইকোর্টে। মঙ্গলবার দুপুরে মদন মিত্রর জামিন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সিবিআই। বিচারপতি অসীম রায়ের এজলাসে এই মামলা যাওয়ার কথা। বুধবার হাইকোর্টে মামলার দ্রুত শুনানির আবেদন জানাবে সিবিআই। শুনানির দিন ঠিক হলে মদন মিত্রর জামিন খারিজের জন্য সওয়াল করতে আসবেন সিবিআইয়ের আইনজীবী K রাঘবচারুলু।