জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমায় কাজ করেছেন মদন মিত্র। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে গানও গাইলেন। দলনেত্রীর আদেশে গান গেয়ে শোনালেন মদন। কামারহাটির বিধায়কের গলায় গান শুনে হইচই করে উঠলেন ভবানীপুর ৬২ পল্লীর পুজো উদ্বোধনে হাজির মানুষজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'রাম জন্মভূমির আগে কলকাতাতেই রামমন্দিরের উদ্বোধন', পুজোতেও পরিবর্তন সওয়াল শাহের


সোমবার ভবনীপুরের ৬২ পল্লীর পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মদন মিত্র। ওই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদনকে দেখেই মমতা বলে ওঠেন, কী মিস্টার মদন মিত্র! নিজের পাড়ায় না থেকে ৬২ পল্লী চলে এসেছো? বহুত চালু মদন মিত্র। এবার মদন একটা গান শোনাবে। সে নাকি এখন সিনেমা করছে? কত টাকা পেয়েছ সিনেমা করে?



মুখ্যমন্ত্রীর কথা শুনে মদন মিত্র বলেন ওঠেন, না না আমাদের কোনও টাকাপয়সা দেয়নি। তার বদলে মৃত সৈনিকের একটা পার্ট দিয়েছে একটু। কালও ছিলাম এলাকায়। কামারহাটিতে ১০ হাজার ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। আজ হাওড়াতে যাত্রী সাথী-র উদ্বোধনে ছিলাম। এই যাত্রী সাথী অ্যাপ বাংলার পরিবহণে বিপ্লব ঘটিয়ে দেবে। দীর্ঘদিন আমি ট্যাক্সি ইউনিয়ন করেছি। আমি বলছি, এটা একটা বৈপ্লবিক চিন্তাধারা। ওপরে ভগবান আর মাটিতে মানুষ তোমার সঙ্গে আছে।


মদন মিত্রের কথার মধ্যেই মমতা বলে ওঠেন, আরে গানটা শোনাও দু'লাইন। মদন গাইতে শুরু করেন, কালীঘাটে আছে কালী, তারাপীঠে তারা মা/ দক্ষিণেশ্বরে ভবতারিণী, হরিশ চ্যাটার্জিতে সারদা মা। জয় মা....।  মদনের গান শুনে মমতা বলে ওঠেন, কী গাইলে! এবার তো তোমাকে সবাই গান গাইতে ডাকবে! তখন কিন্তু বিনা পয়সায় গেও না। যা পয়সা পাবে তার সবটা ৬২ পল্লীতে দিয়ে দেবে।    


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)