সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। SSKM-এ তারই মানসিক প্রস্তুতি নিচ্ছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। আজ দিনভর তাঁর চোখ ছিল আইপ্যাডে। খুঁটিয়ে পড়েছেন সারদার খবর। চব্বিশ ঘণ্টাকে মন্ত্রী জানিয়েছে, শিগগিরই উঠবেন বলে আশা করছেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবারও হাসপাতালে গিয়ে মদন মিত্রের ম্লানমুখই দেখতে পেলেন অনুগামীরা। হাসপাতালের খাবার তিনি খাচ্ছেন না। কিন্তু, বাড়ি থেকে আসা টিফিন কেরিয়ারও প্রায় ভর্তি অবস্থাতেই ফেরত গেছে। দিনভর নাকি কিছুই মুখে তোলেননি পরিবহণ মন্ত্রী। কারোর সঙ্গে বিশেষ কথাও বলেননি। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন, কেবিনে দিনভর নিজের আইপ্যাডেই চোখ ছিল মদন মিত্রের। ইন্টারনেটে খুঁটিয়ে পড়েছেন সৃঞ্জয় বসু ও তাঁর ওপর প্রকাশিত যাবতীয় খবর।


মন্ত্রী নিজে আশা করছেন, শিগগিরই সেরে উঠবেন তিনি। পরিবহণ মন্ত্রীর চিকিত্‍সায় মেডিক্যাল বোর্ড ছাড়াও, নিউরো সার্জন, গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ও এক নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া হচ্ছে। সোমবার তাঁর পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করে হবে।