নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক ও উচ্চমাধ্য়মিক পরীক্ষা নিয়ে জল্পনার অবসান। জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। কবে পরীক্ষা হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে শিক্ষা দফতর।   
     
পরিস্থিতি বিবেচনা করে পরে নেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। তবে পরীক্ষা এখনই বাতিল করার কথা ভাবা হচ্ছে না। পরীক্ষা না হলে কীসের ভিত্তিতে মূল্যায়ন হবে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। করোনার কারণে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা হয়নি। ফলে নম্বর দেওয়ার ক্ষেত্রে কোন মাপকাঠি বিবেচিত হবে, তা ভাবতে হচ্ছে শিক্ষা দফতরকে। আপাতত দুটি পরীক্ষাই স্থগিত করা হল।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী দুসপ্তাহ জরুরি পরিষেবা ছাড়া বাকি সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। আগেই লোকাল ট্রেন বন্ধ করা হয়েছিল। এবার বাস, মেট্রো ও ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা করল নবান্ন। জরুরি কারণ ছাড়া ট্যাক্সি ও অটোও চলবে না। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনো যাবে না। 


আরও পড়ুন- 'কড়া বিধিনিষেধ'-এ টিকাকরণ চালু থাকবে, যানবাহনেও ছাড় থাকবে, জানাল নবান্ন