ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার তাঁর নিঃশ্বাস থেমে গেলেও, এখনও পর্যন্ত বেলভিউ ক্লিনিকেই রয়েছে মহাশ্বেতা দেবীর দেহ। আজ সকাল নটায় হাসপাতাল থেকে বেরোবে তাঁর শোকযাত্রা। সেখান থেকে দেহ যাবে রবীন্দ্রসদনে। দুপুর পৌনে একটা পর্যন্ত সাধারণের শোকজ্ঞাপনের জন্য দেহ শায়িত থাকবে সেখানে। দুপুর একটায় রবীন্দ্রসদন থেকে শুরু হবে শেষযাত্রা। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নব্বই বসন্ত পেরিয়ে চোখ বুজলেন 'হাজার চুরাশির মা'


কলকাতা পুলিসের তরফে গান স্যালুটের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি হবে মহাশ্বেতা দেবীর। গতরাতে দিল্লি থেকে ফিরেই বেলভিউ ক্লিনিকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই তাঁর আত্মার শান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন  'দ্বিতীয়বার মাকে হারালাম'; আগামিকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মহাশ্বেতা দেবীর