নিজস্ব প্রতিবেদন: গত পাঁচ বছরে কলকাতায় ভেঙেছে ৩টি সেতু। মঙ্গলবার ভাঙল মাঝেরহাট ব্রিজ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে দায় কার্যত পূর্বসূরীদের দিকে ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আমাদের সময় একটাও ব্রিজ তৈরি হয়নি''। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুখ্যমন্ত্রী বলেন,'''আমাদের সময় একটাও তৈরি হয়নি। সবটাই সিপিএমের আমলে। তারও আগে। এই ব্রিজটা ৫৪ বছর আগের। সরকারের উপরে দোষ দিয়ে লাভ নেই। অনেক সেতুর কাগজপত্র মিলছে না। বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি'। পরে সংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন মাঝেরহাট উড়ালপুলটি কংগ্রেসি জমানার। মমতার কথায়,''কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল ব্রিজ। দোষ আমাদের নয়''।


এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে ২০টি সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা,'' কতগুলি জায়গা নিয়ন্ত্রণ করব। ২০ চাকার ট্রাক অনুমতি দেব না। অতিরিক্ত ভারের লরি অনুমোদন দেব না''।     
   
পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কাগজপত্র পাওয়া যায়নি। প্রযুক্তিগত ত্রুটি ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভাঙতে গেলে অনেক বাড়ি ভেঙে যাবে। নতুন করে করার অনুমতি মিলছে না। মাঝেরহাট সেতুর বিষয়টি দেখছেন বিশেষজ্ঞরা''। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''একশো বছরে কেউ করেনি। একদিনে তো হবে না। অর্থের কোনও সমস্যা নেই। কেউ ভাঙতে গেলেও বিপদ, করতে গেলেও বিপদ''। 


অন্যত্রও যে ব্রিজ ভেঙেছে, সে প্রসঙ্গ তুলে মমতা বলেন, ''কিছুদিন আগে বেনারসে ব্রিজ ভেঙে গিয়েছিল। উত্তরবঙ্গেও ভেঙেছে ব্রিজ''।


আরও পড়ুন- বিপর্যয়ের পর ২০ সেতু সংস্কার, সঙ্গে একাধিক পদক্ষেপ ঘোষণা মমতার