একশো দিনের কাজ, নির্মল ভারত, ইন্দিরা আবাস সহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে রদবদল করছে কেন্দ্র। কমানো হচ্ছে বরাদ্দ। ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ উন্নয়নের কাজ। প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু, কাজ হয়নি। এবার তাই প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্ষমতায় আসার পর  একাধিক উন্নয়ন প্রকল্পে রদবদল করেছে কেন্দ্রের বিজেপি সরকার। একশো দিনের কাজের পরিধি কমেছে। কাজ কমিয়ে একান্ন শতাংশ করা হয়েছে। বরাদ্দ কমেছে ইন্দিরা আবাস যোজনাতেও। পরিবর্তন করা হয়েছে নির্মল ভারত প্রকল্পও। রাজ্য সরকারের অভিযোগ, সরকারি এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের গরীব মানুষ।


পঞ্চায়েত মন্ত্রীর দাবি, এসব সিদ্ধান্ত সংবিধান বিরোধী। পঞ্চায়েতের অধীনে থাকা গরীব মানুষকে কাজ দিতেই হবে। তা না হলে দিতে হবে বেকার ভাতা। প্রতিবাদ জানিয়ে চিঠিও দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু, কাজ হয়নি। এবার তাই সরাসরি প্রধানমন্ত্রীকেই চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী।


গ্রামের উন্নয়নে আরও বেশি মানুষকে সামিল করতে চায় রাজ্য।