নিজস্ব প্রতিবেদন: এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন (Local Train)। বিধিনিষেধ ৩০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করে একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,'বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি আক্রান্ত হতে পারে। ট্রেনে বললাম নিয়ম মেনে যান। কিন্তু নিয়ম মানা তো দূরের কথা গাদাগাদি করে সবাই চলে গেল। ফলে সমস্যা হচ্ছে। দূরবর্তী ট্রেন, বাস, মেট্রো, অটো, টোটো চলছে। লোকাল ট্রেন চালাতে আরও কিছু দিন সময় নিচ্ছি।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা (Mamata Banerjee) আরও বলেন,'অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন  (Local Train) কেন চলছে না? তার কারণ গ্রাম-গঞ্জে টিকা না দিতে পারলে করোনার প্রকোপ বাড়বে। জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। একটাই সমস্যা সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই যাঁরা লোকাল ট্রেনে আসতে পারছেন না, তাঁদের অনেক অভিযোগ আছে। কিন্তু আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে বন্ধু।'


গ্রামীণ এলাকায় সরকার টিকাকরণ বাড়াতে চলেছে বলে জানান মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'টিককারণ বাড়ানোর চেষ্টা করছি। কলকাতার কাছাকাছি বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলি থেকে মানুষ চাকরির জন্য যাতায়াত করেন। ওই সব জেলায় ৫০ শতাংশ টিকা করে দিতে চাইছি।' 


চলমান বিধিনিষেধ ৩০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'আরও ১৫ দিন বিধিনিষেধ জারি থাকবে। অগাস্টের ৩০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ থাকবে। ৫০ শতাংশ থিয়েটার, সুইমিং খুলে দিচ্ছি। রাতের ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সব কিছু বন্ধ থাকত। সাধারণ মানুষের দাবি মেনে ওটা রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। মানুষের কোনও অসুবিধা হবে না। এটা ঘুমামোর সময়।' 


আরও পড়ুন- TMC: একুশে জুলাইয়ের পর মোদীর রাজ্যে 'খেলা হবে দিবস'-ও উদযাপন করতে চলেছে মমতার দল


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)