নিজস্ব প্রতিবেদন: রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে 'সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে আসছে উইপ্রো। ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। একইসঙ্গে বাংলার তাঁতিদের নিয়ে জনকল্যাণে কাজ করতে আসছে মাইক্রোসফট।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মমতা বলেন,'আপনাদের একটা সুখবর দিই। রাজ্যে আসছে উইপ্রো। ৫০ একর জমি দেওয়া হয়েছে তাদের। ১০ হাজার যুবক-যুবতী কাজ পাবে। ১০০ একর জমিতে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে সিলিকনভ্যালি। সব জমিই ইতিমধ্যে নিয়েছে সংস্থাগুলি। এর মধ্যে উইপ্রোই নিয়েছে ৫০ একর। আরও একশো একর বাড়াচ্ছি সিলিকনভ্যালি'।                            


উইপ্রোর সঙ্গে রাজ্যে আসছে মাইক্রোসফট। মমতা ঘোষণা করেন, মাইক্রোসফটও আসছে। রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে তারা। প্রজেক্ট সঙ্গম ও প্রজেক্ট ই-ওয়েব মূলত জনকল্যাণমূলক। ৬ লক্ষ তাঁতিকে সংযুক্ত করবে তারা। ২৫ শতাংশ আয় বাড়বে তাঁদের। নদিয়ায় থেকে কাজ শুরু করবে মাইক্রোসফট।


আরও পড়ুন- হালাল সরবরাহ করে জোমাটো বলছে খাবারের সঙ্গে ধর্ম মেশায় না: বিজেপি নেতা