নিজস্ব প্রতিবেদন: সামনে পরীক্ষা। অথচ স্কুল বন্ধ। অনলাইনে পড়াশুনোর জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেওয়া সম্ভব নয়। এক লপ্তে এত কম সময়ে তা মিলবে না বলে মঙ্গলবার নবান্নে (Nabanna) জানালেন মুখ্যমন্ত্রী। বাস্তবতা বিচার করে তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম। আমরা দরপত্র ডাকলে বড়জোর এক থেকে দেড় লক্ষ পেতে ট্যাব পেতে পারি। চিনা ট্যাব কিনতে পারব না। ভারত সরকার বারণ করেছে। অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দিয়ে দেওয়া হবে।'


১০ হাজার টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'আগামী ৩ সপ্তাহে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।' 


আরও পড়ুন- বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ফের কলকাতায় শাহ?