Kurmi Movement: `আপনাদের সঙ্গেই আছি`, পিংলার বিধায়কের মন্তব্যের জন্য কাদের কাছে ক্ষমা চাইলেন মমতা?
Kurmi Movement:অজিত মাইতির সঙ্গে একমত নন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। তিনি বলেন, ওই মন্তব্যের জন্য ভুল স্বীকার করা প্রয়োজন। এটি খালিস্তানি আন্দোলনের মতো কিছু নয়। ওই মন্তব্যর জন্য ভুল স্বীকার করে নেওয়া উচিত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুড়মিদের সংরক্ষণ আন্দোলন নিয়ে কিছু মন্তব্য করেছিলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। এনিয়ে প্রবল ক্ষুব্ধ কুড়মিরা। অজিত মাইতির ক্ষমা চাওয়ার দাবি করে পোস্টার পড়ল শালবনিতে। গোয়ালতোড়ে পুড়ল তাঁর কুশপুতুল। এবার এনিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় অজিত মাইতির ওই মন্তব্যের জন্য় ক্ষমাও চাইলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে অজিত মাইতি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
আরও পড়ুন-ঘূর্ণিঝড় মোকা-র অভিমুখ কোনদিকে; কতটা প্রভাব বাংলায়, জানাল হাওয়া অফিস
কী বলেছিলেন অজিত মাইতি? গত ৬ মে মেদিনীপুর শহরে এক সভায় অজিত মাইতি বলেন, 'কিছু কুড়মি নেতা স্বঘোষিত খলিস্থানি নেতার মতো কুড়মি ভাইবোনদের ভুল বোঝাচ্ছেন। তারা বলছেন এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে।' পরদিন ৭ মে দাসপুরের এক সভায় অজিত মাইতি বলেন, বিচ্ছিন্নভাবে কোনও কোনও জেলায় কাউকে কাউকে খেপিয়ে দিতে পারেন ২ কুড়মি নেতা। তাদের দম নেই দিল্লিতে গিয়ে আন্দোলন করার। অজিত মাইতির ওই মন্তব্যের প্রতিবাদে শালবনিতে পোস্টার পড়ল। সেখানে লেখা হয়েছে, কুড়মি নেতাদের খলিস্তানি বলার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অজিত মাইতিকে। কোথাও লেখা কুড়মি বিরোধী রাজ্য সরকার হুঁশিয়ার।
অজিত মাইতির সঙ্গে একমত নন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। তিনি বলেন, ওই মন্তব্যের জন্য ভুল স্বীকার করা প্রয়োজন। এটি খালিস্তানি আন্দোলনের মতো কিছু নয়। ওই মন্তব্যর জন্য ভুল স্বীকার করে নেওয়া উচিত। এনিয়ে বিবৃতি দিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, দল এই ধরনের কথায় বিশ্বাস করে না। যারা এই ধরনের কথা বলে দল তাদের পাশে নেই। যিনি ওই বক্তব্য রেখেছেন তা তাঁর ব্যক্তিগত মত।
অন্যদিকে, তাঁর ওই মন্তব্য নিয়ে অজিত মাইতি সংবাদমাধ্যমে বলেন, আমি কাউকেই খালিস্তানি বলিনি। আমি বলেছি স্বঘোষিত খলিস্তানি নেতাদের মতো। স্বঘোষিত খলিস্তানি নেতা বলিনি। এরকম বিতর্কের মধ্যেই আজ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ওঁকে ফোন করেছিলাম। আমি বলব, আমারও খুব খারাপ লেগেছে। ও আমাকে বলল আমি বলতে চেয়েছিলাম এক জিনিস আর ওরা অন্যভাবে বলছে। কুড়মি তো অনেক আছে আমাদের এখানে। তাদের দাবি মতো কেন্দ্র সরকারকে আমরা চিঠিও লিখেছি। অজিত মাইতি যদি কিছু বলে থাকে বা তার বক্তব্য যদি বিকৃত করে থাকে বিজেপি তাহলে আমি বলব ওই বক্তব্য আমাদের নয়। আমরা কুড়মিদের যথাযোগ্য সম্মান করি। যদি কারও বক্তব্য ঘুরিয়ে বলার জন্য বা মুখ ফসকে কিছু বেরিয়ে যাওয়ার জন্য যদি মাহাতরা দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা নিয়ে রাজনীতি করার কোনও জায়গা নেই। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।