নিজস্ব প্রতিবেদন: গতবছর আমপানে (Amphan) প্রচুর গাছ কাটা হয়েছিল। সেগুলি গেল কোথায়? বুধবার নবান্নে সেচ দফতরের সঙ্গে বৈঠকে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যসচিবকে নির্দেশ দিলেন ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রকৃতিকে কাজে লাগানোর কথা নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে আমপানে কাটা গাছের খোঁজ করলেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি বলেন,''গতবছর আমপানের সময় প্রচুর গাছ কাটা হয়েছিল। সেই গাছগুলি কোথায় গেল? ওই গাছগুলি দিয়ে নদীর ভাঙন আটকানো যেতে পারে। কিন্তু সেই গাছগুলি গেল কোথায়?'' নিজেই বলেন,''বন দফতর,  কলকাতা পুরসভা, পূর্ত দফতর, সেচ দফতর গাছগুলি তুলে নিয়ে যায়। কোনও হিসেব থাকে না। একটা স্বচ্ছতা রাখা উচিত।'' 


এরপরই মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন,''আমপান তো কয়েক মাস আগে হয়েছে। গাদা গাদা গাছ পড়েছে। সেই গাছগুলি কোথায়, কী অবস্থায় আছে, সেগুলি বিক্রি করে দেওয়া হয়েছে কি? কলকাতা পুরসভা, বন দফতর, নগরোন্নয়ন দফতরকে জিজ্ঞেস করো। ৩ দিনের মধ্যে রিপোর্ট দাও। বসে থাকলে চলবে না। তারপর সেগুলি কীভাবে কাজে লাগানো হবে, তা ঠিক করবে সেচ দফতর।''


আরও পড়ুন- ‘মোদী-শাহের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইন লাগু করা উচিত’, আলাপন-ইস্যুতে সরব অভিষেক