নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াসের (Yaas) ফাঁড়া কেটেছে। এবার ভরা কোটালে সমুদ্র উপকূল ও নদী সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, ৫ ফুটের উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ত্রাণ শিবির থেকে এখনই কেউ বাড়ি ফিরে যাবেন না। জীবনহানির আশঙ্কা এড়াতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (West Bengal CM) বলেন,''ভরা কোটাল চলছে। তাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। বাঁধ ভেঙে গিয়েছে। অনেক এলাকা জলে প্লাবিত। আজ রাত ৮.৪৫ মিনিটে আসতে পারে ভরা কোটালের প্লাবন। তাতে ৫ ফুটের উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। গঙ্গার কাছাকাছি কালীঘাট, রাসবিহারী ও ভবানীপুরের একাংশ জলমগ্ন হতে পারে। গঙ্গা সংলগ্ন এলাকায় যেখানে ইয়াসের পর জল জমেছে, সেই এলাকাগুলিতে সতর্ক থাকতে হবে। প্লাবিত হতে পারে দীঘা, মন্দারমণি, সাগর, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা থেকে মিনাখাঁ। সবাইকে বলব আগামিকালও বান আসবে। কেউ ত্রাণ শিবির থেকে বাড়ি ফেরার চেষ্টা করবেন না। আর একটা দিন কষ্ট করুন।''       


তড়িদাহত হয়ে মৃত্যু এড়াতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,''বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে হবে, যাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কেউ মারা না যান। সতর্ক না থাকার জন্য প্রাণ হারান অনেক মানুষ। আমার বাড়ির বিদ্যুৎও অফ করে রেখেছি। রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও সিইএসসি-কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করেছি। প্লাবনে জল ও বিদ্যুৎ এককার হয়ে যায়। আজ ও কালকের দিনটা ভরা কোটাল আছে।'' 


আরও পড়ুন- Yaas Update: বাংলায় ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ, শুক্রবার দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী