Mamata Banerjee: `সরকার ভাঙার চক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর`, বিস্ফোরক মমতার শাহের পদত্যাগ দাবি
মমতা এদিন দাবি করেন, সরকার ফেলার রোডম্যাপ হিসেবে বাংলায় `কমিউনাল টেনশন` বাড়ানোর চক্রান্ত করছেন শাহ! বলেন, `অমিত শাহের বৈঠকে কী কী কথা হয়েছে আমি জানি। সময় এলে প্রকাশ করব। দেশকে রক্ষা করার পরিবর্তে চক্রান্ত করছেন।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহের পদত্যাগ দাবি মমতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার বীরভূমের জনসভা থেকে অমিত শাহ বিজেপি কর্মীদের ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন জয়ের টার্গেট বেঁধে দেন। এমনকি এও দাবি করেন যে, বিজেপি বাংলায় ৩৫ আসন জিতলে আর মমতা সরকার থাকবে না। ২০২৫-এর আগেই সরকার পড়ে যাবে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে শাহের এই মন্তব্যে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সাফ দাবি, আমিত শাহ চক্রান্ত করছেন। তাঁর পদত্যাগ করা উচিত।
মমতা বলেন, 'তিনি কখনওই বলতে পারেন না ৩৫টি আসন পাব, ৩৫টি আসন পেলে সরকার থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সংবিধানের দায়িত্ব কাঁধে নিয়ে, সংবিধান রক্ষার দায়িত্ব নিয়ে এটা তিনি কথনওই বলতে পারেন না। সরকার ফেলার চক্রান্ত করছেন। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন। চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশকে রক্ষা করার পরিবর্তে চক্রান্ত করছেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে চাইছেন। সংবিধান বিরোধী কথা বলছেন। বাংলার নির্বাচিত সরকার ফেলে দেবেন? কোন আইনে সরকার ভাঙবেন? তিনি কখনওই একথা বলতে পারেন না। একথা বলার কোনও অধিকার নেই তাঁর। গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই।'
প্রসঙ্গত, শুক্রবার কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে ২০২৪ লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন বিজয়ের টার্গেট বেঁধে দেন শাহ। বীরভূমের লাল মাটি থেকে কী বার্তা দেন অমিত সেদিকে নজর ছিল গোটা রাজ্যেরই। রাড়ভূমে দাঁড়িয়ে অমিত শাহ সরাসরি আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, '২৪-এর বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না।' বীরভূমের জনসভা থেকে সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহ দাবি করেন, 'লোকসভা ভোটে বিজেপিকে বেশি ভোট দিন। তাহলে ২৫-এর আগেই দিদির সরকার পড়ে যাবে। ২৪-এ ৩৫ সিট দিন। ২৫ এর আগেই মমতা থাকবে না। বাংলায় বিজেপি এলে আর রামনবমীর ওপর হামলা হবে না। দিদি- ভাতিজার অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তা বিজেপি।' আগামীর মুখ্যমন্ত্রী বিজেপির হবে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শাহের এই বক্তব্যের পরই চড়া সুরে তাঁকে আক্রমণ করেছিলেন তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। সেদিনই দাবি করেছিলেন, 'লোকসভায় বাংলায় বিজেপি শূন্যয় দাঁড়িয়ে থাকবে। শূন্য থেকে গুনতে শুরু করে এক পর্যন্ত পৌঁছতে বিজেপির মাথার ঘাম পায়ে ফেলতে হবে। বিহার থেকে লোক ঢুকিয়ে ৩৫ হবে? উনি যখনই যা দাবি করেন, মানুষ তা প্রত্যাখ্যান করেন।' তীব্র কটাক্ষে অমিত শাহকে বিঁধেছিলেন কুণাল ঘোষ। একইসঙ্গে বাংলায় ২০২৫ সালে সরকার পড়ে যাওয়ার অমিত শাহের দাবিকে 'বিজেপির অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোভাব' বলেও তোপ দাগেন। বলেন, 'এসবই হচ্ছে পিছনের দরজা দিয়ে সরকার ফেলার চক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে সরকার ফেলার চক্রান্ত! দিল্লি থেকে সব চক্রান্ত হচ্ছে। অমিত শাহের কথায় আজ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল!'
উল্লেখ্য, ওদিকে বিজেপি সূত্রে খবর, দলীয় বৈঠকে শাহ বঙ্গ বিজেপি নেতৃত্ব ও রাজ্যের কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে সর্ব শক্তি দিয়ে ঝাঁপানোর বার্তা দেন। পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতেও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। তাঁর সাফ নির্দেশ, লাগাতার কর্মসূচি রাখুন। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। অর্থাত্, সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে চাপে ফেলারই বার্তা দলীয় কর্মীদের দেন অমিত শাহ। যে প্রসঙ্গে মমতা এদিন দাবি করেছেন, সরকার ফেলার রোডম্যাপ হিসেবে বাংলায় 'কমিউনাল টেনশন' বাড়ানোর চক্রান্ত করছেন শাহ! বলেন, 'অমিত শাহের বৈঠকে কী কী কথা হয়েছে আমি জানি। সময় এলে প্রকাশ করব।'
আরও পড়ুন, Jiban Krishna Saha: ৬৫ ঘণ্টার রেকর্ড জেরা! দুর্নীতির 'জীবন'চরিতে গরুপাচার কারনামাও