সুতপা সেন: 'কেঁচো খুঁড়লে কিন্তু সাপ বেরোবে'। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'আমরাও কাগজপত্র  বের করছি, এতদিন করিনি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee: 'আন্দোলন কিন্তু চূড়ান্ত জায়গায় যাবে', কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর


 ১৫ বছর পার। ন্যানো বিদায়ের পর এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য। কীভাবে? টাটাকে কমপক্ষে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদও।


এদিকে বিরোধী দলনেতা শুভেন্দুর হুঁশিয়ারি, 'জনগণের করের টাকায় সিঙ্গুর-মামলায় টাটাদের ক্ষতিপূরণ দিলে বৃহত্তম আন্দোলন হবে'। তাঁর দাবি, 'দলের তহবিল থেকে টাটাদের ক্ষতিপূরণ দিক তৃণমূল। তৃণমূলের তহবিলে ৮০০ কোটি টাকা আছে'।


এদিন নবান্নে মুখ্য়মন্ত্রী বলেন, 'এখন তো একবছর নিয়ম করে দিয়েছি আমরা, ক্যাবিনেটে আসতে হবে, প্রত্যেকটা জমি কাকে দিচ্ছি, কী দিচ্ছ। আমরা কি দেখতে গিয়েছি, হলদিয়া ডেভালমেন্ট অথিরিটি যাঁরা দায়িত্বে ছিলেন আগে, মন্ত্রী থাকাকালীন,  কোন জমি কত টাকায় বিক্রি করেছে?  ডেভালপমেন্ট অথিরিট বানিয়ে দিলাম ভালো করার জন্য, কত জমি দিয়েছে? ৬০০ হোটেলই তো তৈরি হয়েছে। আমরা একবারই জানতে গিয়েছি'।


এর আগে, ২০১১ সালে প্রথমবার মুখ্য়মন্ত্রীর কুর্সিতে বসেই সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরে 'অনিচ্ছুক' কৃষকরা জমি ফেরত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সিঙ্গুরে ন্যানো হারানো ৬.৩২ একর জমিতে এখন  তৈরি করা হবে শিল্প তালুক।সেখানে শিল্প গড়তে চেয়ে রাজ্যের কাছে ইতিমধ্যেই রাজ্যের কাছে আবেদন করেছেন ১০ নতুন সংস্থা। নবান্নে সূত্রে তেমনই খবর। 


আরও পড়ুন: 'অশোক স্তম্ভের সম্মান রক্ষা করেননি, কারও দাসের মত কাজ!' কড়া ভর্ৎসনা বিচারপতি গাঙ্গুলির



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)