সুতপা সেন: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বেজায় অস্বস্তিতে রাজ্য সরকার। বহু শিক্ষকের চাকরি গিয়েছে। একাধিক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এমনকি শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিবকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিধানসভায় এনিয়ে সবর হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি ১ লাখের মধ্যে ৫০টা ভুল হয়েও থাকে তা শুধরে নিয়ে হবে। আমি জানি কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু আমাকে তো সময় দিতে হবে সংশোধন করার জন্য। সংশোধন না করতে পারলে তুমি আমাকে জেলে পাঠাও। আরে আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ তৈরি করেছি! বিজেপির কেউ কেউ বলছে সতেরো হাজার চাকরি যাবে। ওই সতেরো হাজার কিন্তু তোমার বাড়িতে গিয়ে বসে থাকবে বলে দিলাম।'


শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলতে বলতেই মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে?' নাম না করে শুভেন্দুকে নিশানা করে মমতা ববেন, 'এই ছেলেগুলোর চাকরি চলে গেল আপনি যাদের চাকরি দিয়েছেন তাদের কী হবে? বড়বড় কথা! সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন? এটা ত্রিপুরা নয়। মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়ার যাদের চাকরি দিয়েছেন তাদের কী হবে? পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সব জানি। জানি মেদিনীপুরের চাকরি নিয়ে কী হয়েছিল। 'দাদামণি' জবাব দেবেন? সরকারে থেকেও করে খাবেন! বিজেপিতেও করে খাবেন?' 


আরও পড়ুন-বিক্ষোভের মাঝেই 'অগ্নিপথ'-এ ভারতীয় স্থলসেনায় অগ্নিবীরদের নিয়োগ বিজ্ঞপ্তি আজই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)