মৌপিয়া নন্দী: চব্বিশের ভোট হবে পরিবর্তনের ভোট। ২০২৪ ভোট হবে পরিবর্তনের নির্বাচন। এবার কেন্দ্রে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সব বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্পষ্ট বক্তব্য, একজোট হলেই বিজেপিকে হারানো সম্ভব। সবমিলিয়ে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্পষ্ট জোটবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কেন্দ্রেও পরিবর্তনের ডাক বাংলার মুখ্যমন্ত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি ভিডিয়ো বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'দেশে একটা পরিবর্তন আসা জরুরি। সামনের নির্বাচন হবে পরিবর্তনের ভোট। যেটা ২০২৪-এ হবে দিল্লিতে। ১০ বছর ধরে একটা সরকার শুধু ভাঁওতাবাজির উপর চলছে। সন্ত্রাস করেছে। নোটবন্দি করেছে। এখন আবার এআরসি-র অত্যাচার শুরু করেছে। আমি সব বিরোধীদের বলব, আসুন, একজোট হোন। আমি নিশ্চিত, বিজেপি তাহলে এবার হারবেই। কারণ পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা মানুষের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে। মানুষ-ই হচ্ছে প্রথম পছন্দ।'  


মমতার এই বার্তার পরিপ্রেক্ষিতেই তাঁকে কটাক্ষ-ই করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, 'বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। জাতীয় দল হিসেবে সিপিআইএম, কংগ্রেস এটা বরাবর বলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিছু নতুন আবিষ্কার করেননি! কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন সবেতেই তৃণমূল বিজেপির সঙ্গে আছে। এখন বোধোদয় বিলম্বিত হলে খারাপ নয়। কিন্তু উনি বার্তা দিলেই সবাই পিছন পিছন দৌড়বে, এমন বিশ্বাসযোগ্যতা ওনার নেই।' প্রসঙ্গত ইতিমধ্যেই কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে এসেছেন অখিলেশ যাদব।


আরও পড়ুন, Kaliaganj Police Station Fire: বিহার থেকে লোক এনে তাণ্ডব; কালিয়াগঞ্জে হাঙ্গামাকারীদের সম্পত্তি অ্যাটাচ করা হবে, কড়া নির্দেশ মমতার



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)